কুরুক্ষেত্র: দেশজুড়ে যখন গোরক্ষা নিয়ে তোলপাড় চলছে, ঠিক তখনই হরিয়ানার কুরুক্ষেত্রের মাথানা গ্রামে সরকারি গোশালায় খাবারের অভাব এবং অত্যধিক বৃষ্টির ফলে ২৫টি গরুর মৃত্যু হল। ওই গ্রামের প্রধান কিরণ বালা জানিয়েছেন, লাগাতার বৃষ্টির ফলে ওই গোশালায় জল জমে গিয়েছে। সেই জলের মধ্যে ভিজে মাটিতে থাকতে থাকতে অসুস্থ হয়ে বেশ কয়েকটি গরুর মৃত্যু হয়েছে। আরও কয়েকটি গরু অনাহারে মারা গিয়েছে। এছাড়া অন্য গরুগুলি অসুস্থ হয়ে পড়েছে।
হরিয়ানা গো সেবা কমিশনের চেয়ারম্যান বাণীদাস মাঙ্গলা এবং জেলা প্রশাসনের আধিকারিকরা গতকাল সন্ধ্যায় ওই গোশালায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। মহকুমা শাসক নরিন্দর পাল মালিক অসুস্থ গরুগুলিকে কারনালে অপর একটি গোশালায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, অন্য পশুগুলিকে জেলার অন্য ২০টি গোশালায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মাথানার গোশালার সমস্যা যতদিন না মিটছে, ততদিন সেখানে গবাদিগুলিকে রাখা হবে না।
সরকারি গোশালায় গবাদি পশুগুলির খাদ্য সরবরাহের দায়িত্বে রয়েছে শ্রী কৃষ্ণ গোশালা সংস্থা। এই সংস্থার প্রাক্তন সভাপতি অশোক পাপনেজা বলেছেন, কুরুক্ষেত্রের জেলা প্রশাসন পঞ্চায়েতের সাড়ে সাত একর জমিতে সীমানা প্রাচীর দিয়ে গোশালা তৈরি করেছে। সেখানে ৬০০ গরু রয়েছে। বেশিরভাগ গরুই খাবার বা পানীয় জল পায় না। উপযুক্ত পরিকাঠামো না থাকাতেই মৃত্যু হয়েছে গরুগুলির।
হরিয়ানায় সরকারি গোশালায় অনাহারে, বৃষ্টিতে মৃত্যু ২৫টি গরুর
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jul 2017 06:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -