মুম্বই: মুম্বইয়ের পশ্চিম শহরতলিতে সোমবার রাতে স্বামীর সঙ্গে থাকার ঘর দেখতে বেরিয়ে গণধর্ষিতা হলেন এক মহিলা। ২৮ বছরের ওই মহিলার ওপর পাশবিক অত্যাচার চালানোর অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একজন পলাতক। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে ওই মহিলা মুম্বই শহরতলির যোগেশ্বরীর শামনগর বস্তিতে ঘর খুঁজছিলেন। তাঁদের সঙ্গে স্থানীয় এক মহিলা ছিলেন। ঘর দেখতে দেখতে অনেক রাত হয়ে যাওয়ায় ওই মহিলার বাড়িতেই থেকে যান দুজনে। সেখানে বেশি রাতে দরজা ভেঙে ভিতরে ঢোকে এলাকারই আট দুষ্কৃতী। স্বামীর সামনেই  তারা ওই মহিলাকে ধর্ষণ করে চলে যায়। একটি সূত্রে অবশ্য বলা হচ্ছে, মহিলার স্বামীকে দলটির তিনজন বাইরে নিয়ে যায়। বাকিরা তাঁকে ধর্ষণ করে। মুম্বই পুলিশের মুখপাত্র অশোক দুদে বলেছেন, ঘটনার পর ওই মহিলা ও তাঁর স্বামী অভিযোগ জানাতে অম্বোলি থানায় যান। আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। একজনের নামে পুরানো অপরাধের রেকর্ড আছে।

চিকিত্সার পর ওই মহিলাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ডি) ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের সকলের বয়স ২০-২৫  বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।