পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শনিবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের কুলগামের মিশিপোরা এলাকা দিয়ে যাওয়া সেনাবাহিনীর তল্লাসি দলের ওপর ইট-পাথর ছোঁড়ে একদল লোক। সেনা জওয়ানরা প্রথমে তাদের হটিয়ে দেয়। পাল্টা তারা পাথর ছুঁড়তে থাকে। গুলি চালায় জওয়ানরা। ৫ জন জখম হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান ওই মুখপাত্র।
এ ঘটনার পর কুলগাম, সোপিয়ান, অনন্তনাগ, পুলওয়ামায় অশান্তি মাথাচাড়া দেওয়ার আশঙ্কায় মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রেখেছে প্রশাসন।
এদিকে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর দ্বিতীয় বর্ষপূর্তির প্রাক্কালে বড়সড় অশান্তির ভয়ে কাশ্মীরের বেশ কিছু জায়গায় আগাম সতর্কতা হিসাবে বিধিনিষেধ জারি করে প্রশাসন। পুলওয়ামার ট্রাল, শ্রীনগরের নাওহাট্টা, মাইসুমায় নিষেধাজ্ঞা ঘোষিত হয়। ঘটনাচক্রে বুরহান ছিল ট্রালেরই বাসিন্দা। ২০১৬-র ৮ জুলাই অনন্তনাগের কোকেরনাগে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় সে। তার মৃত্যুতে অশান্ত হয়ে উঠে গোটা কাশ্মীর উপত্যকা। বিক্ষোভ, হরতাল, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে চার মাসে মারা যায় ৮৫ জন, জখম হয় কয়েক হাজার মানুষ।
গতকাল কট্টরপন্থী মৌলবাদী মহিলা সংগঠন দুখতারান-ই-মিল্লাত নেত্রী আসিয়া আনদ্রাবিকে এনআইএ দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে আজ বিচ্ছিন্নতাবাদীরা হরতাল ডেকেছিল। যদিও তাতে মিশ্র সাড়া মিলেছে।