নয়াদিল্লি: মধ্যপ্রদেশে কৃষক আন্দোলনে গুলি চলল। ফসলের ন্যায্যমূল্য ও ঋণ মকুবের দাবিতে বিজেপিশাসিত রাজ্যে গত কয়েকদিন ধরে কৃষক বিক্ষোভ চলছে। তাদের কাছ থেকে কেনা দুধের বাড়তি দামও চাইছে চাষিরা।

আন্দোলন তীব্র চেহারা নিতেই আজ মন্দশৌরে চাষিদের ওপর পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। নিহত হয় ১ জন। জখম হয়েছে ৪ জন। হাসপাতালে আহত চাষিদের একজনের মৃত্যুর খবরও আসছে। যদিও তা সমর্থন করেনি সরকারি সূত্র। আরও এক চাষি মারা গিয়েছে। নিহতরা হলেন কানহাইয়া লাল পতিদার, বাবলু পতিদার ও প্রেম সিংহ।

গুলিচালনাকে কেন্দ্র করে অশান্তি, হিংসা ছড়িয়ে পড়ায় পিপালিয়া মান্ডি এলাকায় কার্ফু জারি করে প্রশাসন। জেলার বাকি সব জায়গায় ১৪৪ ধারা বহাল রয়েছে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপিন্দর সিংহ পুলিশি গুলিচালনার খবর অস্বীকার করেছেন। কৃষকদের মধ্যে সমাজবিরোধীরা ঢুকে গোলমাল করছে বলে অভিযোগ করেন তিনি।
যদিও পুলিশ সূত্রের দাবি, কৃষকরা মারমুখী হয়ে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সামলাতে সিআরপিএফকে তলব করা হয়। তারাই গুলি চালায়।

গত রবিবার আরএসএস অনুমোদিত ভারতীয় কিসান সঙ্ঘ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে আলোচনায় সমস্যা মিটে গিয়েছে বলে জানিয়ে আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা করলেও ভারতীয় কিসান ইউনিয়ন সরে আসতে রাজি হয়নি।

চৌহান সোমবার সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দেন, চাষিদের বিপথে চালিত করছে কতিপয় লোকজন। আন্দোলন প্রত্যাহার না হলে ওই লোকজনদের ফল ভুগতে হবে।
তিনি ঘোষণা করেন, দ্রব্যমূল্যে স্থিতিশীলতা আনার লক্ষ্যে হাজার কোটি টাকার ফান্ড তৈরি হচ্ছে। ২২টি জেলায় ৮ টাকা কেজি দরে পিঁয়াজ কিনে নেওয়া হবে।
কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই নিমাচে কৃষকদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। অন্তত দুই পুলিশকর্মী ও কৃষক জখম হন।