ইসলামাবাদ: ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে পাকিস্তানে ‘অবাঞ্ছিত’ ঘোষণা হওয়া ৩ ভারতীয় হাই কমিশন কর্মী পাকিস্তান ছেড়েছেন। জানা গেছে, ওই কর্মীরা হলেন, ফার্স্ট সেক্রেটারি কমার্শিয়াল অনুরাগ সিংহ, বিজয় কুমার বর্মা ও মাধবন নন্দকুমার। মঙ্গলবার ভোটে ইসলামাবাদ থেকে দুবাই হয়ে ভারতের পথ ধরেন তাঁরা।
এছাড়া আরও ৫ ভারতীয় হাই কমিশন কর্মী রাজেশ কুমার অগ্নিহোত্রী, অমরদীপ সিংহ ভাট্টি, ধর্মেন্দ্র সোধি, বলবীর সিংহ ও জয়াবালান সেন্থিলকে পাকিস্তান ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে। ওয়াঘা সীমান্ত পেরিয়ে তাঁদের দেশে ফেরার কথা।
সেনাবাহিনীর গোপন তথ্য সংগ্রহের সময় দিল্লি পুলিশ হাতেনাতে ধরে পাক হাই কমিশন কর্মী মেহমুদ আখতারকে। কূটনৈতিক রক্ষাকবচের দোহাই দিয়ে সে পুলিশের হাত থেকে মুক্তি পেলেও তাকে ভারত ছাড়ার নির্দেশ দেয় দিল্লি। এরপরই পাকিস্তান ইসলামাবাদে কর্মরত ভারতীয় হাই কমিশন কর্মী সুরজিৎ সিংহকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে।
গত সপ্তাহে ফের তারা দাবি করে, ৮ ভারতীয় হাই কমিশন কর্মী পাকিস্তানে ‘কূটনৈতিক কাজকর্মের আড়ালে সন্ত্রাসবাদী কাজকর্মে’ যুক্ত। তাঁদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তারা। যদিও ভারত বারবার বলে এসেছে, পাকিস্তানের এইসব অভিযোগ পুরোপুরি ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’।
‘অবাঞ্ছিত’ ৩ ভারতীয় হাই কমিশন কর্মী পাকিস্তান ছাড়লেন, বলছে রিপোর্ট
ABP Ananda, Web Desk
Updated at:
08 Nov 2016 01:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -