চেন্নাই: মাসখানেক আগে যে কোনও ছবি প্রদর্শনের আগে জাতীয় সঙ্গীত বাজানোকে বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের এই রায়ের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে জাতীয় সঙ্গীতকে অবমাননার অভিযোগ। ঠিক যেমনটা এবার এল চেন্নাই থেকে।
খবরে প্রকাশ, শহরের ভাদপলানির পালাজো সিনেমা হলে চলছে চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অভিযোগ, সেখানে বুলগেরীয় ছবি প্রদর্শনের আগে জাতীয় সঙ্গীত বাজানো হলে, উঠে দাঁড়াননি জনৈক আইনের ছাত্রী শ্রীলা, তাঁর মা শুভশ্রী এবং বাণিজ্যের ছাত্র বিজন।



জানা গিয়েছে, না দাঁড়ানোর ফলে কিছু দর্শক মিলে এই তিনজনকে চূড়ান্ত হেনস্থা করে। বিজনকে মারধরও করা হয়। এমনকী, কয়েকজন দর্শক তিনজনকে বাঁচাতে এলে, তাঁদেরকেও হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ।
এরমধ্যে, হামলাকারীদের একজন পুলিশকে ফোন করে শ্রীলা, শুভশ্রী ও বিজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। বাকিরা জানিয়ে দেয়, তিনজনকে গ্রেফতার যতক্ষণ না করা হচ্ছে, ততক্ষণ ছবি-প্রদর্শন বন্ধ থাকবে।
পুলিশ এসে তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩ ধারায় অভিযোগ দায়ের হয়। পরে, অবশ্য তিনজনই জামিন পান। তবে, এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।