শ্রীনগর: ফের জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ। বুধবার কুপওয়ারায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ৩ জঙ্গি। এছাড়া এক কিশোরীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক পুলিশকর্মী সহ ২ জন।


খবরে প্রকাশ, কুপওয়ারার জেলার কালারুস গ্রামে ৩ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর মেলে। যৌথ অভিযান চালায় সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশ্যাল অপারেশন গ্রুপ।


যুপতিয়াল এলাকায় বাহিনী ঢুকতেই তাদের ওপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয় গুলির লড়াই। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলি বিনিময় হয়।


সেনা সূত্রে খবর, নিরাপত্তাবাহিনীর গুলিতে সেখানেই খতম হয় তিন জঙ্গি। বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত জঙ্গিদের পরিচয় জানা যায়নি।


এদিকে, জঙ্গি মোকাবিলায় আহত হয়েছেন এক পুলিশকর্মী। জম্মু ও কাশ্মীর পুলিশের ওই জওয়ানকে ভর্তি করা হয় হাসপাতালে। পাশাপাশি, গুলি বিনিময়ের মাঝে পড়ে কানিজা নামে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছে তার ভাই ফয়জল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।