শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হলেন ৩ পুলিশকর্মী। জৈনপোরা এলাকায় গার্ডরুমে ঢুকে গুলিবর্ষণ করে সন্ত্রাসবাদীরা। সেখানে ছিলেন চার পুলিশকর্মী। নিহত পুলিশকর্মীদের শনাক্ত করা হয়েছে। এঁরা হলেন আবদুল মজিদ, মনজুর আহমেদ ও মহম্মদ আমিন। চতুর্থ পুলিশকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে খবর। সরকারি কর্তারা জানিয়েছেন, সোপিয়ানের একটি সংখ্যালঘু মহল্লায় পাহারায় নিযুক্ত ছিলেন ওই পুলিশকর্মীরা।
পুলিশকর্মীদের হত্যা করে তাদের অস্ত্রশস্ত্র নিয়ে চম্পট দেয় জঙ্গিরা।
সংখ্যালঘু তল্লাটের সব লোকজন নিরাপদ রয়েছেন বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা।
এদিকে গত রবিবার শ্রীনগরের কাছেই ১৮ ঘন্টার গুলির লড়াইয়ে নিরাপত্তাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছে ৩ লস্কর-ই-তৈবা জঙ্গি। এনকাউন্টারে জখম হন এক সেনা জওয়ান, তিন সাধারণ নাগরিক। নিহত সন্ত্রাসবাদীরা হল মুদাসির রশিদ প্যারে, সাকিব বিলাল শেখ। দুজনেই বান্দিপোরার হাজিনের বাসিন্দা। সংগৃহীত তথ্যপ্রমাণে প্রকাশ, খতম হওয়া তৃতীয় জঙ্গি পাকিস্তানের নাগরিক, নাম আলি। নিহত প্যারের বয়স নাকি ১৪ বছর। কাশ্মীর উপত্যকায় সবচেয়ে কমবয়সি নিহত সন্ত্রাসবাদীদের একজন সে। আগস্টে সে নিখোঁজ হয়ে যায়। চলতি সপ্তাহের শুরুতে সোস্যাল মিডিয়ায় তার বন্দুক হাতে ছবি ভাইরাল হয়। যদিও পুলিশ তার বয়স নির্ধারণ করতে পারেনি।
কাশ্মীরে সন্ত্রাসবাদীদের গুলিতে হত সোপিয়ানে সংখ্যালঘু মহল্লায় পাহারা দেওয়া ৩ পুলিশকর্মী
Web Desk, ABP Ananda
Updated at:
11 Dec 2018 04:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -