নয়াদিল্লি:  গত সেপ্টেম্বর নিয়্ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটির ওপর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর এখনও সেখানে ১২ টি জঙ্গি ঘাঁটিতে পুরোদমে সন্ত্রাসমূলক কার্যকলাপ চলছে। সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থার এক গোপন রিপোর্টে এই চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। প্রসঙ্গত, ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং প্রযুক্তিগত নজরদারি চালিয়ে এই খবর পেয়েছে গোয়েন্দা সংস্থা।

রিপোর্টে দাবি করা হয়েছে, ওই জঙ্গি ঘাঁটিগুলোতে প্রায় তিনশোর মতো জঙ্গি এখন প্রশিক্ষণ নিচ্ছে। তারা যেকোনও মুহূর্তে ভারতে ঢুকে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে। এমনকি কোন এলাকা দিয়ে কীভাবে এই জঙ্গিরা সীমান্তের এপ্রান্তে অনুপ্রবেশ করবে, সেকথাও উল্লেখ করা রয়েছে রিপোর্টে।

যে সমস্ত জায়গাতে জঙ্গিদের টাকা ও থাকার ব্যবস্থা করে দেবে তাদের হ্যান্ডলাররা সেগুলো হল লোজাব উপত্যকা, রাজওয়ারের জঙ্গল, বান্দিপোড়া, কাজিকুন্দ, রফিয়াবাদ এবং নৌগাম।

ওই গোপন রিপোর্টটি মূলত তৈরি করা হয়েছে, ভারতের সার্জিক্যাল স্ট্রাইক পরবর্তী নিয়ন্ত্রণ রেখা বরাবর ওই এলাকার পরিস্থিতির খতিয়ে দেখতে। সেখানে একথাও উল্লেখ করা হয়েছে ভারতীয় সেনা বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে পাক মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি ঘাঁটির সেসময় যথেষ্ট ক্ষতি হয়েছিল।

রিপোর্টে আশঙ্কা প্রকাশ করে গোয়েন্দাদের তরফে দাবি করা হয়েছে সার্জিক্যাল স্ট্রাইকের পর অনুপ্রবেশের মাত্রা অনেক বেড়ে গেছে, কারণ এখন জঙ্গিরা প্রতিশোধ নিতে মরিয়া। সাধারণত উপত্যকায় শীতকালে জঙ্গি অনুপ্রেবশ কিছুটা কমে যায়। কিন্তু এবছর পরিস্থিতি একটু অন্যরকম। কঠিন পরিস্থিতির সুযোগ নিয়েই জঙ্গিরা বেশি ঢুকে পড়ছে সীমান্তের এপ্রান্তে। সেজন্যে নিরাপত্তাবাহিনীকে সর্বদা সজাগ থাকারও নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্টে।