যোধপুর: গবাদি পশু জবাই নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই এবার গরু নিয়ে নয়া ব্যাখ্যা দিলেন রাজস্থান হাইকোর্টের বিচারপতি মণীশচাঁদ শর্মা। তিনি আজ এক জনস্বার্থ মামলার শুনানিতে বলেছেন, ‘গরুর মধ্যে ৩৩ কোটি দেব-দেবী বাস করেন বলে মনে করা হয়। গরুই একমাত্র জীব যে অক্সিজেন গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে। স্বয়ং গরুই একটা পরীক্ষাগার। গোমূত্রের ১১টি গুণ আছে। গোবর থেকে ৪,৫০০ লিটার বায়োগ্যাস পাওয়া যায়। সব গোবর থেকে বায়োগ্যাস তৈরি করতে পারলে দেশে ৬.৭০ লক্ষ টন কাঠ বাঁচানো যেতে পারে।’
গত বছরের জুলাইয়ে জয়পুরে সরকার পরিচালিত হিঙ্গোনিয়া গরু পুনর্বাসন কেন্দ্রে দু সপ্তাহের মধ্যে ৫০০ গরুর মৃত্যু হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি শর্মা নিজেকে শিবের ভক্ত বলে উল্লেখ করেছেন। তিনি ১৩৯ পাতার নির্দেশে বলেছেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করা উচিত। গোহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিতে হবে। রাজ্যের মুখ্যসচিব এবং অ্যাডভোকেট জেনারেলের জিম্মায় থাকবে সব গরু।
২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজস্থান সহ দেশের বিভিন্ন রাজ্যে গোহত্যা নিষিদ্ধ হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে গো-রক্ষকদের তাণ্ডব দেখা গিয়েছে। সম্প্রতি জবাইয়ের উদ্দেশ্যে গবাদি পশু কেনা-বেচার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। কিন্তু হিঙ্গোনিয়া গরু পুনর্বাসন কেন্দ্রে এতগুলি গরুর মৃত্যু হওয়ায় রাজস্থান সরকার বিড়ম্বনার মুখে পড়েছে। তদন্তে জানা গিয়েছে, ওই কেন্দ্রের আধিকারিকদের গাফিলতিতেই এতগুলি গরুর মৃত্যু হয়েছে। গোবরের স্তুপের মধ্যে দিনের পর দিন থাকতে থাকতে অসুস্থ হয়ে বাছুরদের মৃত্যু হয়েছে। বৃষ্টির জলে গোখাদ্য নষ্ট হয়ে গিয়েছিল।
এই মামলার শুনানিতেই গঙ্গা ও যমুনার মতো গরুকেও রক্ষা করার জন্য আইনি সংস্থানের কথা বলেছেন বিচারপতি। তিনি জার্মান শিক্ষাবিদ রুডল্ফ স্টেইনারের মন্তব্য উল্লেখ করে বলেছেন, গরুর শিংয়ের মাধ্যমে মহাজাগতিক শক্তি উৎপন্ন হয়। তামিলনাড়ুর এক বৈজ্ঞানিকের কথা উল্লেখ করে বিচারপতি বলেছেন, গোবর কলেরার জীবানু নষ্ট করে। কৃষিজ অর্থনীতির পক্ষেও গরু অত্যন্ত জরুরি। তাই গরুকে রক্ষা করা দরকার।
গরুর মধ্যে ৩৩ কোটি দেব-দেবীর বাস, বললেন রাজস্থান হাইকোর্টের বিচারপতি
Web Desk, ABP Ananda
Updated at:
31 May 2017 07:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -