বেঙ্গালুরু: বেঙ্গালুরুর কল্যাণনগরে একটি সরকারি স্কুল মেরামতের জন্য নিজেদের হাত খরচের অর্থদান করল ৪ পড়ুয়া। ওই প্রাথমিক স্কুলটির মেরামতের জন্য তারা একটু একটু করে পয়সা জমিয়ে প্রায় দেড়লাখ টাকা স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে।

ওই ৪ ছাত্রছাত্রীর নাম নিধি রেড্ডি, নেহা রেড্ডি, ধ্রুব রেড্ডি ও দীক্ষিতা রেড্ডি। দীক্ষিতা চতুর্থ শ্রেণিতে পড়ে, ধ্রুব অষ্টম শ্রেণিতে, নেহা এসএসএলসি ও নিধি প্রি-ইউনিভার্সিটি ছাত্রী।

তাদের অর্থ সাহায্যে প্রাথমিক স্কুলটিতে এখন ভাল শৌচাগার তৈরি হয়েছে, মেরামত করা হয়েছে পুরনোটিকে। স্কুলের দেওয়াল, বেঞ্চ- সবই রং করা হয়েছে নতুন করে।

নিধিশঙ্করের বাড়ির পরিচারিকার ছেলে ওই স্কুলের ছাত্র। সে নিধিকে বলে স্কুলের শোচনীয় পরিস্থিতির কথা। নিধি সিদ্ধান্ত নেয়, এ ব্যাপারে কিছু করতে হবে। নিজের হাত খরচের অর্থ জমাতে থাকে সে, ভাইবোনদেরও বলে, সাহায্য করতে।

তাদের বাবা মা এ ব্যাপারে কিছু জানতেন না, পরে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারেন সব কথা।

নিধি বলেছে, তাদের স্কুলে সব ধরনের সুযোগ সুবিধে রয়েছে। কিন্তু গরিব ছাত্রছাত্রী যারা, তাদের স্কুলে এ  ধরনের অনেক সুবিধেই নেই। তাই নিজেদের অর্থ বাঁচিয়ে ওই স্কুলের উন্নয়নে খরচ করার সিদ্ধান্ত নেয় তারা।