শ্রীনগর: মেহবুবা মুফতির জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর  দাবি ও ‘জম্মু ও কাশ্মীরের নিজস্ব পতাকা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তেরঙ্গা পতাকা তুলব না’, এহেন মন্তব্যের নিন্দায় শ্রীনগরে বিক্ষোভ বিজেপির। পিডিপি নেত্রী তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের পাল্টা তিরঙ্গা যাত্রা কর্মসূচি নিয়েছে বিজেপি। তারই অঙ্গ হিসাবে সোমবার মিছিল করে শ্রীনগরের লালচকে তেরঙ্গা পতাকা উত্তোলন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়, চার বিজেপি কর্মীকে আটক করে বলে খবর। জাতীয় পতাকা নিয়ে বেশ কিছু বিজেপির ছাত্র শাখা এবিভিপি কর্মী পিডিপি দপ্তরের বাইরে জড়ো হয়ে পুলিশের কর্ডন ভেঙে অফিসে ঢোকার মুখে বিলবোর্ডে মুফতির ছবিতে সবুজ রং ছোঁড়ে বলে  পুলিশ কর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা। স্লোগান দিতে দিতে তারা বারবার পিডিপি দপ্তর ভবনে ঢুকে জাতীয় পতাকা তোলার চেষ্টা করে। প্রথমে বাধা দিয়ে কয়েকজনকে আগাম আটক করে হেফাজতে নেয় পুলিশ। তবে পরে কয়েকজনকে লোহার গেটে জাতীয় পতাকা তোলার অনুমতি দেয় তারা।


মেহবুবা সম্প্রতি বিতর্কের ঝড় তুলে দিয়েছেন। প্রায় ১৪ মাস গৃহবন্দি থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েই তিনি জানিয়ে দিয়েছেন,  নির্বাচন লড়ায় বা জাতীয় পতাকা তোলায় তিনি উত্সাহী নন, যতক্ষণ না গত বছরের ৫ আগস্ট কার্যকর হওয়া সাংবিধানিক বদলগুলি প্রত্যাহার করা  হচ্ছে। ২০১৯ এর ওইদিনই জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে তার বিভাজন ঘটিয়ে  দুটি আলাদা কেন্দ্রশাসিত এলাকা ঘোষণা করা হয়। সাবেক জম্মু ও কাশ্মীরের আলাদা  পতাকা ফিরলেই তিনি তেরঙ্গা পতাকা তুলবেন বলে জানিয়ে দেন মেহবুবা।

তাঁর এই বিস্ফোরক মন্তব্যের বিরোধিতা করে  পিডিপি সভানেত্রী ভারতের পতাকার অসম্মান করছেন বলে অভিযোগ তোলে বিজেপি, জানিয়ে দেয়, সাংবিধানিক পদ্ধতি মেনেই ৩৭০ ধারা বাতিল করা হয়েছে, তা ফেরানোর প্রশ্নই নেই। মেহবুবার মন্তব্যের নিন্দা করে তিনি জাতীয় পতাকার পবিত্রতাকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন বলে দাবি করেন  কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । বলেন, তেরঙ্গা পতাকা ভারতের যে ভাবমূর্তির পরিচয় দেয়, তাকেই নানা ভাবে অসম্মান করেছেন মেহবুবা। বিজেপি একা নয়, জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেসও মেহবুবার মন্তব্য় গ্রহণযোগ্য নয়, মানুষের ভাবাবেগে আঘাত করেছে বলে জানিয়েছে।