গাড়ি দুর্ঘটনায় হত তেলুগু অভিনেতা, রাজনীতিক হরিকৃষ্ণের দেহের সঙ্গে সেলফি, সাসপেন্ড ৪ হাসপাতাল কর্মী
Web Desk, ABP Ananda
Updated at:
01 Sep 2018 04:32 PM (IST)
হায়দরাবাদ: একজন মৃত মানুষের প্রতি ন্যূনতম সংবেদনশীলতা না দেখানোর অভিযোগ হাসপাতালের লোকজনের বিরুদ্ধে। প্রয়াত তেলুগু অভিনেতা, রাজনীতিক হরিকৃষ্ণের দেহের সঙ্গে সেলফি তোলার অভিযোগের জেরে বিপাকে এখানকার এক সুপারস্পেশালিটি হাসপাতালের চার কর্মী। হাসপাতাল সূত্রের খবর, ওই ৪ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে যে, তাঁরা একজন রোগীর গোপনীয়তা লঙ্ঘন করেছেন। অভিযোগ গৃহীত হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রয়াত হরিকৃষ্ণের দেহের সঙ্গে নার্সরা সহ হাসপাতালের স্টাফরা সেলফি তোলেন বলে অভিযোগ ওঠায় চারজনকে সাসপেন্ড করা হয়েছে।
প্রসঙ্গত হরিকৃষ্ণ হলেন তেলুগু সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা তথা অবিভক্ত অন্ধ্রপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী প্রয়াত এনটি রামরাওয়ের ছেলে। গত ২৯ আগস্ট তেলঙ্গানার নালগোন্ডায় এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -