জয়পুর: প্রচণ্ড সর্দি কাশি। থামার নামই নিচ্ছে না। ৪ মাসের মেয়েকে সারিয়ে তুলতে আজব পন্থা নিয়েছে মেয়েটির পরিবার। লোহার রড গরম করে তার কচি পেট পুড়িয়ে দিয়েছে তারা। রাজস্থানের ভীলওয়াড়া জেলার রামা খেদা গ্রামে ঘটনাটি ঘটেছে।
অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে ভর্তি করা হয়েছে স্থানীয় মহাত্মা গাঁধী হাসপাতালে।
শিশুটি নিউমোনিয়ায় ভুগছিল, হৃদযন্ত্রেরও সমস্যা রয়েছে তার। এ জন্য তার পরিবারের লোকজন লোহার রড গরম করে তার পেটে ছ্যাঁকা দেয়। দিনকয়েক আগে ঘটে এই ঘটনা, সোমবার তাকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা এ ব্যাপারে জানতে পারেন। তাকে এখন আইসিইউতে ভর্তি করা হয়েছে।
কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে নানা ধারায় মামলা করেছে শিশু সুরক্ষা কমিটি, চলছে তদন্ত।
ভীলওয়াড়ায় সর্দি কাশিতে আক্রান্ত শিশুর এমন ধারা চিকিৎসা নতুন কিছু নয়। গত বছর মার্চে ঠান্ডায় আক্রান্ত ১০ মাসের আর একটি শিশু কন্যাকে সারিয়ে তুলতে তার গায়ে তাতানো লোহার রডের ছ্যাঁকা দেন তার দাদু। মারা যায় সে।
সর্দিজ্বরে ভুগছে ৪ মাসের মেয়ে, সারিয়ে তুলতে গায়ে গরম লোহার ছ্যাঁকা দিল পরিবার, ভর্তি হাসপাতালে
ABP Ananda, Web Desk
Updated at:
20 Mar 2018 10:36 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -