নয়াদিল্লি: বাড়িতে অগ্নিকাণ্ডের জেরে জন্মদিনেই মৃত্যু হল এক বালিকার। তার পরিবারের আরও তিনজনেরও একই পরিণতি হয়েছে। ওই বালিকার মা সহ দু জন জখম হয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি। আজ ভোর তিনটে নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লির সীমাপুরি অঞ্চলে।

পুলিশ সূত্রে খবর, নিহত বালিকার নাম হর্ষু (১২)। তার বাবা সঞ্জয় বর্মা (৪০), ঠাকুর্দা বিজয় বর্মা (৬৩) ও ভাই চিকুরও (৪) মৃত্যু হয়েছে। আজ হর্ষুর জন্মদিন ছিল। তারা ওই আবাসনের দোতলায় থাকত। নীচের তলায় আগুন লাগার পর প্রাণ বাঁচাতে দোতলা থেকে তারা নীচে নামার চেষ্টা করে। কিন্তু আগুন ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ওই আবাসনের অন্য পরিবারগুলির কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগুন মোটেই ভয়াবহ ছিল না। হর্ষুরা যদি অন্য পরিবারগুলির মতো বারান্দায় বা ছাদে থাকত, তাহলে কিছু হত না।

দিল্লি দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা ভোর তিনটেয় আগুনের খবর পান। কিন্তু সরু গলিতে দমকলের ইঞ্জিন ঢুকতে সমস্যা হয়। সেই কারণেই উদ্ধারকার্যে বিলম্ব হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।