নয়াদিল্লি: আজ সকালে দিল্লি-চণ্ডীগড় হাইওয়ের ওপর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ ভারোত্তলক। আহত হয়েছেন আরও ২ জন, এঁদের মধ্যে রয়েছেন গত বছর মস্কো থেকে বিশ্বজয়ীর খেতাব আনা সক্ষম যাদব।
এই ৬ ক্রীড়াবিদ দিল্লি থেকে পানিপথ যাচ্ছিলেন, সঙ্গে ছিল তাঁদের ভারোত্তলন সংক্রান্ত জিনিসপত্র। দিল্লি ও হরিয়ানার মাঝখানে সিংঘু সীমানার আলিপুর গ্রামের কাছে ভোর ৪টে নাগাদ ঘটে দুর্ঘটনা। রোড ডিভাইডারের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনার প্রাবল্য এতটা ছিল যে তাঁদের গাড়ির ছাদ সম্পূর্ণ উড়ে যায়।
পুলিশ জানিয়েছে, গাড়ির গতি ছিল অত্যন্ত বেশি, কয়েকটি বোতলও ছিল, তাই মদ খেয়ে গাড়ি চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিশ্বজয়ী ভারোত্তলক সক্ষম যাদব ও বালি নামে আর এক ভারোত্তলককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ভারোত্তলকরা হলেন হরিশ, টিঙ্কু ও সুরজ, চতুর্থজনের নাম জানা যায়নি এখনও।
বিশ্বজয়ী সক্ষম যাদব উত্তর দিল্লির নাগলোইয়ের বাসিন্দা। অন্য ভারোত্তলকদেরও ঠিকানা উত্তর দিল্লির টিমরপুর।
দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ ভারোত্তলক, গুরুতর আহত বিশ্বজয়ী সক্ষম যাদব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jan 2018 09:30 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -