হায়দরাবাদ:  মহিলাদের ওপর নির্যাতনের মাত্রা দেশের সমস্ত প্রান্তে প্রতিদিন বেড়েই চলেছে।কোথাও জন্মের পাঁচদিনের মধ্যেই শিশু-কন্যার মখে চুন-বালি দিয়ে মেরে ফেলছে তাকে তার মা-বাবা, কোথাও আবার গর্ভে কন্যা-ভ্রুণ থাকার জন্যে মারা হচ্ছে গৃহবধূকে। মেয়ে হওয়ার জন্যে রাস্তায়-জঙ্গলে ফেলে যাওয়ার ঘটনাতো ভারতে হামেশাই ঘটছে। তারপর বাড়ির মধ্যে বাবা-কাকারা যৌন নির্যাতন চালাচ্ছে ছোট ছোট মেয়েদের ওপর, তেমন ঘটনার নজিরও রয়েছে বহু।

মাসখানেক আগেই এক দশ বছরের মেয়েকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ ওঠে তার মামার বিরুদ্ধে। এবার এক ৪০ বছরের বাবা, নিজের ষোল বছরের মেয়েকে একাধিকবার ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে দিল। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সাইবারাবাদ এলাকার শাহবাদে।

ঘটনার কথা প্রকাশ্যে আসার পর  জানা যায়, গত দশ মাস ধরে মেয়েকে ধর্ষণ করছে অভিযুক্ত বাবা। মেয়েটির শারীরিক পরিবর্তন প্রথমে মেয়েটির কাকিমার নজরে আসে। মেয়েটিকে জিজ্ঞাসা করলেই সে তার ওপর হওয়া অত্যাচারের কথা জানায়। পরে প্রেগন্যান্সি পরীক্ষা করলেই সত্যিটা সামনে আসে। এরপরই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়। এইমুহূর্তে অভিযুক্ত ব্যক্তি পলাতক।