নয়াদিল্লি: গত ৯ মাসে স্বেচ্ছায় রেলের টিকিটে ভর্তুকি ছেড়ে দিয়েছেন ৪২ লক্ষ সিনিয়র সিটিজেন যাত্রী। এই সময়ের মধ্যেই রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছে ১.২৫ কোটি পরিবার। আজ এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, দেশে সততার পরিবেশ গড়ে তোলা হয়েছে। আরও বেশি মানুষ ভর্তুকি ছেড়ে দিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসছেন।

আজ নয়াদিল্লির এইমসে বয়স্কদের চিকিৎসার জন্য নতুন একটি কেন্দ্রের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। তিনি সফদরজঙ্গ হাসপাতালে একটি সুপার স্পেশ্যালিটি ও একটি জরুরি বিভাগের উদ্বোধনও করেন। এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘লালকেল্লা থেকে আমি একবার অনুরোধ করতেই ১.২৫ কোটি পরিবার রান্নার গ্যাসে ভর্তুকি ছেড়ে দিয়েছেন। রেলের টিকিটে ছাড়ের বিষয়ে আমি কোনও ঘোষণা করিনি। রেলের পক্ষ থেকে সিনিয়র সিটিজেন যাত্রীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁরা ভাড়ায় ছাড় নিতে চান কি না। আমি গর্বিত, গত ৮-৯ মাসে ৪২ লক্ষ বয়স্ক যাত্রী স্বেচ্ছায় ছাড় নেননি। আমি চিকিৎসকদের অনুরোধ করেছিলাম, মাসে অন্তত একবার বিনামূল্যে অন্তঃসত্ত্বাদের চিকিৎসা করুন। এই অনুরোধে সাড়া দিয়ে চিকিৎসকরা এখনও পর্যন্ত বিনামূল্যে ১.২৫ কোটি অন্তঃসত্ত্বা মহিলার চিকিৎসা করেছেন।’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘সরকারের উপর মানুষের আস্থা বাড়ছে। মানুষের মনে হচ্ছে, আমরা যে কর দিচ্ছি তার প্রতিটি পয়সা উন্নয়নের কাজে লাগানো হচ্ছে। আমাদের সরকার স্বাস্থ্য পরিষেবাকে স্বাস্থ্যমন্ত্রকের ঘেরাটোপের বাইরে নিয়ে গিয়েছে। গ্রামোন্নয়ন, পানীয় জল ও স্বাস্থ্যব্যবস্থা, নারী ও শিশু উন্নয়ন এবং আয়ুষ মন্ত্রকও সবার কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে।’