ফরিদাবাদ: হরিয়ানার ফরিদাবাদে এক লাক্সারি হোটেলে বাথটবের মধ্যে পাওয়া গেল ৪৫ বছর বয়সী এক অনাবাসী মহিলার দেহ। মৃতের নাম ঋতু কুমার, স্বামীর সঙ্গে আমেরিকায় থাকতেন তিনি।
পুলিশ জানিয়েছে, ২২ তারিখ ওই হোটেলের ৬৩১ নম্বর ঘরে ওঠেন ঋতু। বৃহস্পতিবার তাঁর বোন পুলিশে ফোন করে জানান, দিদির সঙ্গে দেখা করতে ওই হোটেলে এসেছেন তিনি কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পুলিশ দরজা খুলে ভেতরে বাথরুমের বাথটব থেকে ঋতুর দেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ঋতুর স্বামী ব্যবসায়ী, থাকেন নিউ জার্সিতে। ঋতুর এটি দ্বিতীয় বিয়ে, তাঁর স্বামীর তৃতীয়। ২২ তারিখ হোটেলে ওঠার পর ২৬ তারিখ ঋতু হোটেল কর্মীদের নির্দেশ দেল, তাঁকে যেন কেউ বিরক্ত না করে, কোনও ফোন কলও তাঁর ঘরে যেন না দেওয়া হয়।
দিদির সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে হোটেলে পৌঁছন তাঁর বোন। বাথটব থেকে দেহ উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর পোশাকআশাকে পরিষ্কার, স্নানের জন্য তিনি জলে নামেননি, দেহ বা বাথটব- কোথাও রক্তের চিহ্ন নেই।
গত বছর মার্চে বিয়ে করেন ঋতু। কিন্তু জুলাই বা অগাস্ট থেকেই ভারতে থাকছিলেন তিনি।
ফরিদাবাদে বাথটবের মধ্যে পাওয়া গেল অনাবাসী ভারতীয় মহিলার দেহ
ABP Ananda, Web Desk
Updated at:
28 Apr 2018 09:38 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -