মুম্বই: ভারতে হানা দিয়েছে র্যানসমওয়্যার। দেশে সবচেয়ে বেশি র্যানসমওয়্যার হানার চেষ্টা হয়েছে পশ্চিমবঙ্গে। একটি সাইবার নিরাপত্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, এ দেশে ৪৮ হাজার এই বিশেষ সাইবার হানার চেষ্টা হয়েছে। ওই সাইবার নিরাপত্তা সংস্থা কুইক হিল টেকনোলজিজ এক বিবৃতিতে তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত এ দেশে ‘ওয়ানাক্রাই র্যানসমওয়্যার’ হামলার চালচিত্র তুলে ধরেছে।
কোনও বিশেষ শিল্পকে এই হামলার নিশানা করা হয়নি। বিভিন্ন ধরনের শিল্পে এর হানাদারি চলেছে। তবে যেগুলি অললাইন থাকে ও ইন্টারনেটে যুক্ত, বিশেষ করে এমন প্রতিষ্ঠানগুলিকে এই হামলার শিকার করা হয়েছে বলে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কাটকার জানিয়েছেন।
পুনের এই সংস্থাটি জানিয়েছে, ৬০ শতাংশ ক্ষেত্রে এই ক্ষতিকর ওয়ানাক্রাই র্যানসমওয়্যার হামলার লক্ষ্য ছিল বিভিন্ন প্রতিষ্ঠান। ৪০ শতাংশ ব্যক্তিগত গ্রাহক।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিনে গ্রাহকদের কাছ থেকে এই সাইবার অ্যাটাক সংক্রান্ত ৭০০ টি কল তারা পেয়েছে।
র্যানসমওয়্যার হামলার তালিকায় দেশের শহরগুলির মধ্যে শীর্ষে কলকাতা। এরপর রয়েছে যথাক্রমে দিল্লি, ভূবনেশ্বর, পুনে ও মুম্বই। রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। এরপরে রয়েছে মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি ও ওড়িশা।
কুইক হিল টেকনোলজিজ দাবি করেছে, তারা সাফল্যের সঙ্গে র্যানসমওয়্যারের কার্যকলাপ চিহ্নিত করে আক্রান্ত কম্পিউটারে থাকা ফাইলগুলি কব্জা করতে সক্ষম ক্ষতিকারক ফাইলগুলি পরিষ্কার করে দিতে পেরেছে।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, যে কম্পিউটারগুলি ডেস্কটপ এবং মাইক্রোসফ্ট উইন্ডোজ ওপারেটিং সিস্টেমের সার্ভার এডিশনে চলে, যেগুলিই সবচেয়ে বেশি এই হামলার শিকার হয়েছে।
দেশে ৪৮ হাজার র্যানসমওয়্যার সাইবার হামলার চেষ্টার ঘটনা, সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে: কুইক হিল টেক
ABP Ananda, web desk
Updated at:
16 May 2017 03:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -