আবার সেই ডিসেম্বরের ১৬, রাজধানীর শালিমার বাগ পার্কে কিশোরীর গণধর্ষণ
ABP Ananda, Web Desk
Updated at:
18 Dec 2017 10:15 AM (IST)
নয়াদিল্লি: ফিরে এল নির্ভয়া কাণ্ডের সেই রাত। অভিশপ্ত ১৬ ডিসেম্বরেই।
যেভাবে নির্ভয়া গণধর্ষণ ঘটেছিল অনেকটা সেভাবেই দিল্লিতে গতকাল সন্ধেয় ধর্ষিতা হল এক কিশোরী। মেয়েটির বন্ধুকে মারধর করে তার ওপর হামলা চালায় দুষ্কৃতীরা।
১৬ বছরের ওই কিশোরী পরিচারিকার কাজ করে। গতকাল সন্ধেয় এক পুরুষ বন্ধুকে নিয়ে শালিমার বাগের বেরিওয়ালা পার্কে যায় সে। সন্ধে সাড়ে ছটা নাগাদ ৩ জন অপরিচিত ব্যক্তি তাদের সামনে এসে সন্ধেবেলা পার্কে আসা নিয়ে টিটকিরি শুরু করে। মেয়েটির বন্ধু প্রতিবাদ করায় তারা মারধর করে ১৮-১৯ বছরের ছেলেটিকে। পেশায় পিওন ওই তরুণের ফোন কেড়ে পাশের ঝোপে ছুঁড়ে ফেলে তারা।
এরপর মেয়েটির ওপর চড়াও হয় তারা। তরুণটি সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। ধর্ষণের পর পুলিশে খবর না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে অভিযুক্তরা পার্ক ছেড়ে চলে যায়। মেয়েটি বাড়ি ফিরে বাবা মাকে বলে সব কথা। রাত সাড়ে এগারোটা নাগাদ খবর যায় পুলিশে।
ডাক্তারি পরীক্ষায় ধর্ষণ প্রমাণিত হয়েছে। কাউন্সেলিং হয়েছে মেয়েটির। কিন্তু অভিযুক্তরা কেউ এখনও গ্রেফতার হয়নি।
পুলিশের ধারণা, সন্ধের অন্ধকারের সুযোগ নেয় দুষ্কৃতীরা, পার্কটিতে আলোও বিশেষ নেই। অভিযুক্তরা নেশাড়ু বা ছিঁচকে অপরাধী হতে পারে বলে তারা মনে করছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -