বেঙ্গালুরু: রাস্তার কুকুরদের দৌরাত্ম্যের শিকার ছয় বছরের শিশুকন্যা। বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটেছে।গুরুতর জখম ওই শিশুকন্যা বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন।
গত বৃহস্পতিবার বেঙ্গালুরুর মাগাড়ি রোড এলাকার অঞ্জনা নগরে নিজের বাড়ির সামনে সঙ্গীকে নিয়ে খেলছিল ছয় বছরের রম্যা। হঠাত্ই প্রায় ১৫ টি কুকুর তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। রম্যার বন্ধু কোনক্রমে পালাতে সক্ষম হয়। কিন্তু হিংস্র সারমেয়রা ঘিরে ফেলে রম্যাকে। তার হাতে, মুখে, পায়ে কামড়ে দেয় কুকুরগুলি। পাড়া প্রতিবেশীরা ছুটে এসে কুকুরগুলিকে তাড়ান। প্রথমে রম্যাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে কেম্পেগৌড়া ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় বৃহত্ বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি)-র দিকেই অভিযোগের আঙুল তুলেছে। তাঁদের দাবি, রাস্তার কুকুরদের দৌরাত্ম্য বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বিবিএমপি।
বিবিএমপি-র সংশ্লিষ্ট বিভাগের এক আধিকারিক গত শুক্রবার ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, তাঁদের ডগ স্কোয়াড চারটি কুকুর ধরেছে। সেগুলিতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
খেলার সময় আক্রমণ একদল রাস্তার কুকুরের, গুরুতর জখম ৬ বছরের শিশুকন্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 May 2016 04:33 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -