নয়াদিল্লি: নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সিআরপিএফ-এর আরও ৬৮ জন জওয়ান। এই নিয়ে দেশজুড়ে করোনা আক্রান্ত আধাসমারিক বাহিনীর জওয়ানের সংখ্যা বেড়ে হল ১২৭। একজনের মৃত্যুও হয়েছে।
যে ৬৮ জন সিআরপিএফ জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন, তাঁরা প্রত্যেকেই পূর্ব দিল্লির ময়ূর বিহারে সিআরপিএফ-এর ৩১ ব্যাটালিয়নের সদস্য। এই ব্যাটালিয়নেরই ১২২ জন করোনা আক্রান্ত।
এর আগে গত ২৮ মার্চ দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সি এক সিআরপিএফ সাব-ইন্সপেক্টরের মৃত্যু হয়। আক্রান্তের সংখ্যা বাড়ছে।
গতকালই স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনীর তিন লক্ষেরও বেশি সদস্য দেশজুড়ে মানুষের সেবা করছে। ‘সিআরপিএফ মদদগার’ নামে একটি হেল্পলাইনও চালু করা হয়েছে। সিআরপিএফ-এর একটি ব্যাটালিয়ন রায়পুরে এক লক্ষ কেজি চাল পৌঁছে দিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনীর অন্য বিভাগগুলিও (সিআইএসএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি ও এনএসজি) করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে।
করোনা পজিটিভ আরও ৬৮ সিআরপিএফ জওয়ান, দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৭
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 May 2020 06:39 PM (IST)
এর আগে গত ২৮ মার্চ দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সি এক সিআরপিএফ সাব-ইন্সপেক্টরের মৃত্যু হয়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -