নয়াদিল্লি: ডোকালাম বিতর্কের জেরে চিন সীমান্তে পরিকাঠামোগত উন্নয়নে আরও জোরদার করার সিদ্ধান্ত নিল ভারত। চিন সীমান্ত লাগোয়া অঞ্চলে ‘কার্যকারিতার দিক দিয়ে গুরুত্বপূর্ণ’ হতে পারে এমন ৭৩টি রাস্তা তৈরি করছে কেন্দ্র।


মঙ্গলবার, লোকসভায় প্রশ্নোত্তর পর্বে লিখিত বিবৃতির মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, ভারত-চিন সীমান্তে ৭৩টি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর মধ্যে ৪৬টি তৈরি করবে প্রতিরক্ষামন্ত্রক এবং ২৭টি তৈরি করবে স্বরাষ্ট্রমন্ত্রক।


রিজিজু যোগ করেন, রাস্তাগুলির নির্মাণপর্ব ২০১২-১৩ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, কাজের মরশুম কম, উচ্চতার জন্য সেখানে সামগ্রী বহন করে নিয়ে যাওয়ার সমস্যা, দুর্গম পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ, বন দফতরের অনুমতি এবং সর্বোপরি জমি অধিগ্রহণে বিলম্ব হওয়ার কারণে তা সময়মতো শেষ হয়নি।


মন্ত্রী জানান, এখনও পর্যন্ত ৩০টি রাস্তার কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুততার সঙ্গে শেষ করার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির গঠন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বাধীন ওই কমিটির দায়িত্ব হবে সীমান্ত লাগোয়া বিভিন্ন পরিকাঠামোগত কাজের পর্যালোচনা করা ও অগ্রগতির ওপর প্রতিনিয়ত নজর রাখা।