দেহরাদূন: আন্তর্জাতিক যোগ দিবসে গতকাল দেহরাদূনের ফরেস্ট রিসার্চ ইন্সস্টিটিউটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান চলাকালে বেহুঁস হয়ে পড়েছিলেন এক মহিলা। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালে মৃত্যু হয়েছে ৭৩ বছরের ওই মহিলার।
জানা গেছে, যোগাভ্যাসের সময়ই অজ্ঞান হয়ে যান ওই মহিলা।
দেহরাদূনের ওই অনুষ্ঠানে প্রচুর মানুষ যোগ দিয়েছিলেন।
মৃত মহিলার নাম সুধা মিশ্র বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, অনুষ্ঠানের জায়গায় মেডিক্যাল ক্যাম্প ও অ্যাম্বুলেন্সের সুবিধা ছিল। মহিলা অচেতন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই মহিলার মৃত্যুর সঠিক কারণ ডাক্তাররাই বলতে পারবেন বলে পুলিশ জানিয়েছে।
মোদীর যোগ অনুষ্ঠানে বেহুঁশ বৃদ্ধা, চিকিৎসা চলাকালে মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2018 06:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -