চেন্নাই: মুখ্যমন্ত্রী জয়ললিতার অসুস্থতা ও মৃত্যুর পর তামিলনাড়ুতে শোকে ও দুঃখে ৭৭ জন মারা গিয়েছেন বলে জানাল রাজ্যের শাসক দল এআইএডিএমকে। নিহতদের পরিবারবর্গকে ৩ লক্ষ করে টাকা দেওয়ার কথাও জানিয়েছে এআইএডিএমকে। গত ৫ ডিসেম্বর দলনেত্রীর মৃত্য সংবাদ পাওয়ার পর এআইএডিএমকে-র এক কর্মী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অন্য এক ব্যক্তি হাতের আঙুল কেটে ফেলেন। তাঁদের দুজনকে ৫০ হাজার টাকা করে দলের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তাঁদের চিকিত্সার ব্যয়ভারও দল বহন করবে বলে এআইএডিএমকে জানিয়েছে।

গতকাল রাতে এআইএডিএমকে-র পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় গোয়েন্দার হিসেব অনুযায়ী, জয়ললিতার প্রয়ানের পর শোকে মৃত্যু হয়েছে ৩০ জনের। আত্মহত্যার চেষ্টা করেছেন চার জন।

২২ সেপ্টেম্বর জয়ললিতা হাসপাতালে ভর্তি হন।গত ৪ ডিসেম্বর নেত্রীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়।  এআইএডিএমকে-র তালিকায় স্পষ্ট করে জানানো হয়নি যে, কোন সময় থেকে ৭৭ অনুরাগী শোকে-দুঃখে মারা গিয়েছেন।