বান্দা: গণপিটুনিতে মৃত ৪০ বছরের ব্যক্তি। ৫ বছর পর পরিবারের ৮ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত।
২০১৫ সালের ২৭ জুলাই মৃত্যু হয় হীরালাল যাদব নামে বছর ৪০-এর ব্যক্তির। একজন মহিলার বাড়িতে আসা নিয়ে ওই পরিবারের সঙ্গে সমস্যা শুরু হয় হীরালালের। পরিস্থিতি উত্তপ্ত হবার জন্য গণপিটুনিতে গুরুতর জখম হয় ওই প্রৌঢ়। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর।
ঘটনায় পরিবারের ৮ সদস্যের যুক্ত থাকার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন বান্দা আদালতের বিশেষ জেলা ও সেশন বিচারক। সরকারি আইনজীবী আশুতোষ মিশ্র জানান, জাম্মান যাদব, বিশ্বনাথ, রামসানজীবন, রামভরোসা, রামপ্রতাপ, ছোটা যাদব, দাউ যাদব ও শিবমোহন নামে একই পরিবারের ৮ সদস্যকে সাজা দেওয়া হয়েছে। মাথা পিছু ১০ হাজার টাকা জরিমানার ঘোষণাও করেছে আদালত।
গণপিটুনিতে মৃত ব্যক্তি, ৫ বছর পর একই পরিবারের ৮ সদস্যকে কারাদণ্ডের সাজা শোনাল আদালত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Sep 2020 07:59 PM (IST)
গণপিটুনিতে মৃত ৪০ বছরের ব্যক্তি। ৫ বছর পর পরিবারের ৮ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত।
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -