নয়াদিল্লি: উত্তর পশ্চিম দিল্লির নেতাজি সুভাষ প্লেসে এক ৮ মাসের শিশুকে তার পূর্ণবয়স্ক আত্মীয় ধর্ষণ করেছে বলে অভিযোগ। স্থানীয় একটি হাসপাতালে শিশুটি ভর্তি, আইসিইউতে রয়েছে সে, গতকাল অস্ত্রোপচার হয়েছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল।

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, সে স্বীকার করেছে, মদের নেশায় ছোট্ট বোনকে ধর্ষণ করেছে সে।

অভিযুক্ত শিশুটির জ্যাঠতুতো ভাই। মেয়েটির বাবা মা দুজনেই কাজে যান, মেয়েকে রেখে যেতেন বৌদির কাছে। রবিবার হওয়ায় বাড়িতে ছিল ওই মহিলার ২৮ বছরের ছেলে। মা যখন ধারে কাছে ছিলেন না, তখন শিশুটিকে সে ধর্ষণ করে বলে অভিযোগ।

শিশুটির মা লোকের বাড়ি পরিচারিকার কাজ করেন। বেলা সাড়ে বারোটা নাগাদ বাড়ি ফিরে তিনি মেয়ের জামায় রক্ত দেখতে পান, জানান স্বামীকে। শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, জানা যায়, তার ওপর যৌন নিগ্রহ চলেছে। এরপর খবর যায় পুলিশে।

দেখুন দিল্লি মহিলা কমিশনের প্রধানের টুইট

[embed]https://twitter.com/SwatiJaiHind/status/958024309322211328?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.deccanchronicle.com%2Fnation%2Fcrime%2F300118%2F8-month-old-raped-28-year-old-cousin-battles-for-life-delhi-hospital-d.htmlhttp://[/embed]