মুম্বই: অঙ্গ কাজ করছিল না। মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন ৬ মুমূর্ষু। জীবনে ফিরলেন তাঁরা, ৮ বছরের এক মৃত বালিকার হাত ধরে।


২৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে মেয়েটিকে ভর্তি করা হয়। স্নায়ুর সমস্যা ছিল তার। সোমবার সকালে হয় ব্রেন স্ট্রোক। অল্প কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে ব্রেন ডেড ঘোষণা করেন। বাড়ির লোককে তাঁরা জানান, চাইলে মেয়েটির প্রত্যঙ্গ দান করা যেতে পারে, তাতে কয়েকজন অন্তত সুস্থ হয়ে উঠবেন।

শোকে ভেঙে পড়া পরিবার তখনই গ্রহণ করে সেই প্রস্তাব। মেয়ের হৃদপিণ্ড, কিডনি, যকৃৎ ও চোখ দান করে দেয় তারা।

হৃদপিণ্ডটি পেয়েছে ১০ বছরের আর এক বালিকা, গত সেপ্টেম্বর থেকে নতুন হৃদযন্ত্রের অপেক্ষায় ছিল সে। সফলভাবে অস্ত্রোপচার হয়েছে তার শরীরে। একটি কিডনি দেওয়া হয়েছে রেনাল ফেলিওর হওয়া ১৬ বছরের এক কিশোরীকে, অপারেশন টেবিলে ওঠার আগে সে দিয়ে আসে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এসএসসি হিন্দি পরীক্ষা।

অন্য কিডনিটি পেয়েছে ৫ বছরের একটি ছেলে, যকৃৎ দেওয়া হয়েছে ৩২ বছরের এক যুবককে। লীলাবতী হাসপাতালের রোশনি আই ব্যাঙ্ক রেখেছে মৃত মেয়েটির দুটি কর্নিয়া, পরে দৃষ্টিহীন রোগীদের চোখে তা বসানো হবে।