নয়াদিল্লি: দেশের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, দেশের ৮০ কোটি মানুষকে আগামী নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে। করোনাভাইরাস সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণার পর দরিদ্রদের তিনমাসের জন্য বিনামূল্যে রেশন দেওযার ঘোষণা করা হয়েছিল। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই জারি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে এর মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, আগামী কয়েক মাসে উত্সবের মরশুমের কথা মাথায় রেখে এই বিনামূল্যে রেশন প্রকল্প দীপাবলি ও ছট পুজো অর্থাত্ আগামী নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় মাসে মাথাপিছু ৫ কেজি করে চাল, ৫ কেজি গম’ দেওয়ার সংস্থান রয়েছে। দেওয়া হবে এক কিলো করে ছোলাও। এই প্রকল্পের জন্য সরকারের ৯০ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, এক দেশ ও এক রেশন কার্ড ব্যবস্থার লক্ষ্যে কাজ চলছে। যা দেশের দরিদ্রদের পক্ষে সহায়ক হবে।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘গরিব কল্যাণ প্রকল্পে ২ লক্ষ কোটি বরাদ্দ করা হয়েছে।‘৯ কোটির বেশি কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার কোটি জমা হয়েছে।’
গ্রামে শ্রমিকদের কাজের জন্য প্রকল্পে ৫০ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চলবে নভেম্বর পর্যন্ত, জানালেন মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jun 2020 04:39 PM (IST)
প্রধানমন্ত্রী বলেছেন, আগামী কয়েক মাসে উত্সবের মরশুমের কথা মাথায় রেখে এই বিনামূল্যে রেশন প্রকল্প দীপাবলি ও ছট পুজো অর্থাত্ আগামী নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -