নয়াদিল্লি: জিএসটি চালু হওয়ার ফলে নুন, সাবানের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যগুলির দামে হেরফের হবে না। এমনই দাবি করলেন রাজস্ব সচিব হাসমুখ আধিয়া। তিনি আরও বলেছেন, ব্র্যান্ডেড নয় এমন সবজি, দুধ, ডিম, ময়দা, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবাকে জিএসটি-র আওতার বাইরে রাখা হয়েছে। চা, ভোজ্য তেল, চিনি, পোশাক এবং শিশুদের ব্যবহৃত জিনিসপত্রের উপর মাত্র ৫ শতাংশ হারে কর নেওয়া হবে। ফলে ৮০ শতাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যই ১৮ শতাংশ করের মধ্যে থাকছে। মোটরবাইক, সুগন্ধী, শ্যাম্পুর মতো বিলাসবহুল পণ্যগুলির ক্ষেত্রে কর ১৮ শতাংশ বা তার বেশি থাকবে। নতুন কর ব্যবস্থা চালু হওয়ার ফলে স্বচ্ছতা আসবে, কর ফাঁকি দেওয়ার প্রবণতা কমবে এবং সৎ করদাতারা উপকৃত হবেন।
অতীতের কর ব্যবস্থার সঙ্গে জিএসটি-র পার্থক্য বোঝাতে গিয়ে আধিয়া বলেছেন, ১০ লক্ষ টাকার বেশি ব্যবসা করেন এমন ব্যবসায়ীদের ভ্যাট দিতে হত। কিন্তু তাঁদের রাজস্ব থেকে ছাড় দেওয়া হত। এখন থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা করা ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে। ২০ থেকে ৭৫ লক্ষ টাকা ব্যবসা করেন এমন ব্যবসায়ীদের ২.৫ শতাংশ কর দিতে হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থা সরল।
জিএসটি-তে ৮০ শতাংশ পণ্যই ১৮ শতাংশ করের আওতায়, সৎ ব্যক্তিরা উপকৃত হবেন, দাবি রাজস্ব সচিবের
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jun 2017 10:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -