কানপুর: বাড়িতে শৌচালয় নেই। কোনওদিন ছিল না। ১০২ বছরের বৃদ্ধা বাইরে যেতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙেছেন। আর কেউ সাহায্যে এগিয়ে আসেনি। সরকার না। প্রতিবেশীরা না।
এলেন তাঁর ৮০ বছরের পুত্রবধূ। প্রকৃত কন্যার দায়িত্ব পালন করে বুড়ো শাশুড়ির জন্য শৌচালয় তৈরি করে দিয়েছেন তিনি। ৬টি পোষা ছাগল বিক্রি করে খরচ উঠিয়েছেন। তারপর মাতৃদিবসে শাশুড়িকে দিয়েছেন এই অমূল্য উপহার।
উত্তরপ্রদেশের কানপুরের অনন্তপুর গ্রামের বাসিন্দা ৮০ বছরের চন্দনা এখন প্রতিবেশীদের গর্ব। দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনকে অনুরোধ করে এসেছেন, বুড়ো শাশুড়ির জন্য বাড়িতে একটা শৌচালয় বানিয়ে দিতে। কান দেয়নি কেউ। শাশুড়ি পড়ে গিয়ে পা ভাঙায় এ ব্যাপারে ফের প্রশাসনের দ্বারস্থ হন তিনি। কাজ হয়নি এবারেও।
আর দেরি করেননি ৮০ বছরের বৃদ্ধা। পোষা ছাগল বেচে শৌচালয় তৈরি করেছেন শাশুড়ির জন্য। প্রমাণ করেছেন, ইচ্ছে যদি সৎ হয়, বয়স বাধা হয়ে দাঁড়াতে পারে না তার কাছে।
কানপুরে ১০২ বছরের শাশুড়ির জন্য শৌচালয় বানালেন ৮০ বছরের পুত্রবধূ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 May 2017 08:06 AM (IST)
ছবি: টুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -