জয়পুর:  বয়স ৮৩। কিন্তু এতেও নতুন  করে বিয়ের ইচ্ছে যায়নি দুই বিবাহিত কন্যার বাবার। প্রথম স্ত্রীর সামনেই অর্ধেকের কম বয়সের এক মহিলাকে বিয়ে করলেন  সুখরাম  বৈয়রওয়া নামে ওই অশীতিপর বৃদ্ধ। পুলিশ জানিয়েছে, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না করেই এই বিয়ে করেছেন সুখরাম।

গতকাল রাতে সাপোতারা শহর সংলগ্ন রাহির গ্রামে ৩০ বছরের বিধবা রমেশিকে বিয়ে করেছেন সুখরাম।

সাপোতারা গ্রামের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিহাল সিংহ জানিয়েছেন, দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর সম্মতিও নেন  সুখরাম। এই ঘটনায় কোনও অভিযোগ পুলিশের কাছে জমা পড়েনি।