নয়াদিল্লি: দ্বিতীয় মোদি সরকারের নতুন সিদ্ধান্ত, দেশের সিংহভাগ বিমানবন্দরে বসতে চলেছে অত্যাধুনিক বডি স্ক্যানার। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী গোটা দেশের ১০৫টি চলতি বিমানবন্দরের ৮৪টি-তেই বসবে বডি স্ক্যানার। আর এই কাজ সম্পন্ন করা হবে আগামী বছরের মার্চের মধ্যেই। অর্থাৎ, আগামী ৯ মাসের মধ্যেই কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি, জম্মু-কাশ্মীর সহ দেশের আরও ২৮টি অতিস্পর্শকাতর বিমানবন্দরে বডি স্ক্যানার বসছে। এছাড়াও আরও ৫৬টি স্পর্শকাতর বিমানবন্দরকে চিহ্নিত করে সেখানেও বডি স্ক্যানার বসানো হবে বলে জানিয়েছে কেন্দ্র।
বর্তমানে দেশীয় বিমানবন্দরগুলোতে মেটাল ডিটেক্টর, হ্যান্ড হেল্ড স্ক্যানারের মাধ্যেমই যাত্রী ও তাদের ব্যাগপত্র পরীক্ষা করা হয়। ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটির তরফে জানানো হয়েছে, “মেটাল ডিটেক্টর এবং হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরে অ-ধাতব অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক ধরা পড়ে না। বডি স্ক্যানার ধাতব এবং অ-ধাতব দুই প্রকার বস্তুই খুব সহজে পরীক্ষা করা সম্ভব হবে।”
এই অত্যাধুনিক প্রযুক্তিতে ধাতব এবং অ-ধাতব বস্তুর ছবিই দেখা যাবে। এবং যেহেতু বডি স্ক্যানার মিলিমিটার ওয়েব প্রযুক্তি দ্বারা তৈরি হবে সেক্ষেত্রে বডি স্ক্যানিংয়ে যাত্রীর শারীরিক কোনও ক্ষতি হবে না। এমনকি নিরাপদ থাকবেন গর্ভবতী যাত্রীরাও।