মহারাষ্ট্রের লাতুরে বিষাক্ত গ্যাসে ৯ জনের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Jan 2017 08:31 AM (IST)
লাতুর: মহারাষ্ট্রের লাতুরে বিষাক্ত গ্যাসে ৯ জনের মৃত্যু। মহারাষ্ট্র শিল্পোন্নয়ন নিগম পরিচালিত কীর্তি অয়েল মিলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন কয়েকজন কর্মী। বিষাক্ত গ্যাসে তাঁরা অচৈতন্য হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আরও কয়েকজন কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। কিন্তু গ্যাসের ঝাঁঝালো গন্ধে উদ্ধারকাজ শুরুই করতে পারেননি তাঁরা। পরে ট্যাঙ্ক থেকে ৯ জনের দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -