কর্নাটকের উদুপি জেলায় মানবিকতার নজির মাছ বিক্রেতা মহিলার। করোনা আতঙ্কে থমকে গোটা দেশের স্বাভাবিক জনজীবন। প্রশ্নের মুখে দিন আনা দিন খাওয়া মানুষের জীবিকাও। সরকার থেকে বিনামূল্যে রেশন ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হলেও বহু মানুষই দিন কাটাচ্ছেন অনাহারে। একই অবস্থা হয়েছিল কর্নাটকের উদুপি জেলার মাছ বিক্রেতা শারাদাক্কার গ্রামেরও। অর্থের অভাবে খাবার কিনতে পারছিলেন না ১৪০টি গরীব পরিবার।
প্রতিবেশীদের অবস্থা দেখে নিজের জমানো ৩০,০০০ টাকা দিয়ে দেন শারাদাক্কা। এই খবর ছড়িয়ে পড়তেই শারাদাক্কার বাড়ি এসে পৌঁছোন উদুপি জেলার ডেপুটি কমিশনার জি জগদিশা। এই পদক্ষেপের জন্য সম্মান জানানো হয় তাঁকে।
গোটা দেশ জুড়ে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৬১০ জন। এর মধ্যে কর্নাটকে আক্রান্ত ৪৪৫ জন।