নয়াদিল্লি: আগামী দু বছরের মধ্যেই জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর উপর তৈরি হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। এই সেতুর উচ্চতা হতে চলেছে ৩৫৯ মিটার। প্যারিসের বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার উঁচু হবে এই সেতু।

রেল মন্ত্রক সূত্রে খবর, শ্রীনগরের কউরি অঞ্চল থেকে কাটরার বক্কালকে যুক্ত করবে এই সেতু। এই সেতু তৈরির খরচ ধরা হয়েছে ১,১০০ কোটি টাকা। ২৪ হাজার টন ইস্পাত ব্যবহার করা হবে এই সেতু তৈরি করতে। ১,৩১৫ কিমি দীর্ঘ এই সেতু এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে সবরকম প্রতিকূল আবহাওয়াতে টিকে থাকতে পারে। হিমাঙ্কের নীচে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা ঘণ্টায় ২৬০ কিমি বেগে ঝড় হলেও, সেতুর কোনও ক্ষতি হবে না।

রেল মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, ‘উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল পথের অঙ্গ হিসেবেই এই সেতু তৈরি করা হচ্ছে। এই সেতু তৈরি করা রীতিমতো চ্যালেঞ্জের। তবে সেতুটি তৈরি হয়ে গেলে বিস্ময়কর হবে। এই সেতুর নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। হাওয়ার গতি মাপার জন্য সেন্সর বসানো হচ্ছে। ঘণ্টায় ৯০ কিমির বেশি গতিতে হাওয়া বইলেই সিগন্যাল লাল হয়ে যাবে। কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কার কথা মাথায় রেখে ৬৩ মিলিমিটার পুরু বিস্ফোরক-প্রতিরোধী বিশেষ ইস্পাত ব্যবহার করা হচ্ছে। সেতুর থামগুলিও বিস্ফোরক প্রতিরোধে সক্ষম হবে। ক্ষয় রোধ করার জন্য বিশেষ রঙ করা হবে, যা ১৫ বছর পর্যন্ত স্থায়ী হবে। সেতুর নিরাপত্তার জন্য আকাশপথে নজরদারি চালানো হবে। অনলাইনেও ট্রেন ও যাত্রীদের উপর নজর রাখা হবে।’

২০১৯ সালের মধ্যে এই সেতু তৈরি হয়ে যাবে বলে আশা করছে রেল মন্ত্রক। সেতুটি তৈরি হয়ে গেলে কাশ্মীরে পর্যটকদের নতুন আকর্ষণ হবে। এর ফলে রাজ্যের আর্থিক উন্নতি হবে বলেও মনে করছেন রেলের আধিকারিকরা।