নয়াদিল্লি: রাজধানীতে প্রকাশ্য দিনের বেলায় হাজারটা চোখের সামনে নির্মমভাবে মারধর করা হল এক বায়ুসেনা আধিকারিককে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তবে মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

দক্ষিণ-পূর্ব দিল্লির সঙ্গমবিহার থানা এলাকায় ঘটেছে এই ঘটনা। কর্পোরাল সুজয় কুমার সিকন্দর নিজের মোটর বাইকে বায়ুসেনা অফিসে যাচ্ছিলেন। পথে তাঁর বাইকের সামান্য ছোঁয়া লাগে একটি গাড়ির সঙ্গে। বিশেষ কিছু না হওয়ায় এগিয়ে যান ওই কর্পোরাল। কিন্তু এমবি রোড এলাকায় ওই গাড়ি মালিক তাঁকে আটকে দেয়।

গাড়ি থেকে ২জন বেরিয়ে তাঁকে মারধর করতে শুরু করে। এমনকী ইউনিফর্মও ছিঁড়ে দেয়। চলে আসে আর একটি গাড়ি। সেটি থেকে ৩জন নেমে ফের শুরু করে মারধর। তাঁর পরিচয়পক্ষ ও গাড়ির কাগজপত্র ছিনিয়ে তারা চম্পট দেয়।

এই ঘটনায় এক বাউন্সার সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হল দুধ ব্যবসায়ী নীতিন গুপ্ত, স্টোর কিপার ইশা ও বাউন্সার নীরজ। এদের কাছ থেকে ওই বায়ুসেনা অফিসারের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এদের গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

দেখুন সেই ভিডিও