নয়াদিল্লি: আধার কর্তৃপক্ষ যেভাবে ব্যক্তিগত তথ্য চাইছে তাতে একদিন তারা নাগরিকদের রক্ত, মূত্র ও ডিএনএ নমুনাও চেয়ে বসতে পারে। আধার কার্ডের বৈধতা নিয়ে মামলায় এ কথা বলল সুপ্রিম কোর্ট। এর ফলে সংসদের অত্যধিক শক্তিপ্রদর্শন করা হবে কিনা তা জানতে চায় তারা।
জবাবে এই সব নমুনা ভবিষ্যতে চাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি অ্যাটর্নি জেনারেল বেণুগোপাল। তবে বলেছেন, সেগুলি আদালতের বিচারাধীন হবে, এখন যেমন আঙুলের ছাপ ও চোখের মণির স্ক্যানিং গোপনীয়তা লঙ্ঘন করে কিনা তা নিয়ে সুপ্রিম কোর্ট বিচার করছে। একইসঙ্গে তিনি বলেন, সব দিক খতিয়ে দেখে আধার প্রকল্পে বিশেষজ্ঞরা সবুজ সংকেত দিয়েছেন, এটি সরকারের নেওয়া নীতি, এর বৈধতা নিয়ে বিচারব্যবস্থার মাথা ঘামানো নিষ্প্রয়োজন।
প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে ৫ বিচারপতির একটি বেঞ্চে চলছে আধারের বৈধতা নিয়ে শুনানি। কেন্দ্রের বক্তব্য, টাকা পাচার রোখা ও ভর্তুকি সহ সরকারি সুযোগসুবিধে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আধারই শ্রেষ্ঠ উপায়। আধার চালু করে ভারত দরিদ্রতমদেরও নিজস্ব পরিচয় দিতে চাইছে বলে বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টেও মন্তব্য করা হয়েছে বলে সওয়াল করেছে তারা।
পাশাপাশি প্রতিটি সরকারি সিদ্ধান্ত যদি বিচার বিভাগ এভাবে খতিয়ে দেখে তবে উন্নয়ন প্রক্রিয়া শ্লথ হয়ে যাবে বলেও কেন্দ্র মন্তব্য করেছে।
যদিও সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে, একশ কোটির বেশি নাগরিকের পক্ষে এত কিছু তথ্য দিয়ে আধার কার্ড করা সম্ভব কিনা। তাদের বক্তব্য, আধার হয়তো রাষ্ট্রের সুবিধার্থেই আনা হয়েছে কিন্তু সমানুপাত যাতে হয় তা দেখতে হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভবিষ্যতে তো রক্ত, মূত্র আর ডিএনএ নমুনাও চাইতে পারে আধার কর্তৃপক্ষ, বলল সুপ্রিম কোর্ট
ABP Ananda, Web Desk
Updated at:
05 Apr 2018 10:19 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -