নয়াদিল্লি: আধার তথ্য ফাঁস সংক্রান্ত খবর করার পর সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় ট্যুইট অসন্তুষ্ট শত্রুঘ্ন সিনহার। পটনা সাহিবের বিজেপি সাংসদ ইদানীং এমন কোনও ইস্যু নেই যাতে নিজের দল, সরকারের বিরুদ্ধে মুখ খোলা থেকে বিরত থাকছেন। এবার তিনি সাংবাদিককে নিশানা করার নিন্দা করে বলেছেন, এ কোন ধরনের 'ন্যায় বিচার'? তবে কি শুধু প্রতিহিংসার রাজনীতিই চলছে? সমাজ, দেশের জন্য সততা বজায় রাখায় সাধারণ মানুষকেও বলি করা হচ্ছে।
১০০ কোটির বেশি আধার কার্ডের তথ্য অর্থের বিনিময়ে ফাঁস হয়েছে বলে অভিযোগ করা হয়েছে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে। এজন্য আধার পরিচালন সংস্থা ইউআইডিএআইয়ের কাছ থেকে অভিযোগ পেয়ে ওই প্রতিবেদনের সাংবাদিকের নাম করে এফআইআর করেছে দিল্লি পুলিশ। ওই সাংবাদিক আধার সংক্রান্ত তথ্য 'কেনার জন্য' যাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাঁদের নামও রয়েছে এফআইআরে, যদিও তাঁদের অভিযুক্ত করা হয়নি। সংশ্লিষ্ট সংবাদপত্রটি অবশ্য এরপরও জানিয়ে দিয়েছে, তারা তদন্তমূলক সাংবাদিকতা করার অধিকারের পক্ষেই থাকবে।




প্রাক্তন বলিউডি অভিনেতা-রাজনীতিক এ ব্যাপারে এফআইআর রুজুর কঠোর নিন্দা করায় এডিটর্স গিল্ডকেও অভিনন্দন জানিয়েছেন। সরকার ও বিশেষ করে সুপ্রিম কোর্টে 'দায়িত্বশীল কর্তৃপক্ষ' বিষয়টিতে নজর দিয়ে সঠিক পদক্ষেপ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরেকটি ট্যুইটে বলেন, আধারের অপব্যবহার, সঠিক কাজ না হওয়ার ব্যাপারে সত্যিটা তুলে ধরায় এক সাংবাদিককে হেনস্থা করা হচ্ছে। আমরা কি নির্বোধের গণতন্ত্রে বাস করছি?