নয়াদিল্লি: আধার-তথ্যের অপব্যবহার কোনওভাবেই করা হচ্ছে না বলে জানিয়ে দিল কেন্দ্র। সরকারের দাবি, আধার-নির্ভর প্রমাণব্যবস্থা সম্পূর্ণ ‘নিরাপদ এবং সুরক্ষিত’।


আধার-নিয়ন্ত্রক কেন্দ্রশাসিত সংস্থা- ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)-এর তরফে জানানো হয়েছে, আধারের বায়োমেট্রিক্স প্রমাণের কোনওপ্রকার অপব্যবহার হয়নি।


সংস্থার দাবি, গত পাঁচ বছরে ৪০০ কোটি আধার-নির্ভর লেনদেন করা হয়েছে। এখনও পর্যন্ত কারও পরিচয়-চুরি বা আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা নেই।


সম্প্রতি, বেশ কিছু সংবাদমাধ্যমে আধারের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন তোলা হয়েছে। এই প্রেক্ষিতে ইউআইডিএআই জানিয়েছে, এখনও পর্যন্ত আধারের ডেটাবেস বা তথ্যভাণ্ডারে কোনও ধরনের গাফিলতি বা ফাঁকফোঁকর চোখে পড়েনি।


সংস্থার দাবি, বর্তমানে যত সিস্টেম রয়েছে, তার তুলনায় আধারের নিরাপত্তা-ব্যবস্থা অনেকটাই উন্নত। আরও বলা হয়েছে, কোনও ধরনের অপব্যবহার বা পরিচয়-চুরির ঘটনা ঘটলে, সিস্টেম নিজে থেকে যথাযথ ব্যবস্থা নিতে সক্ষম।


ইউআইডিএআই-এর তরফে এদিন বলা হয়, আধার হল সুশাসন ও মানুষের ক্ষমতায়ণের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। আধার দিয়ে দেশে প্রায় সাড়ে চার কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে।


পাশাপাশি, আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের ভর্তুকির টাকা সরাসরি জমা হওয়ায়, গত আড়াই বছরে কেন্দ্রের রাজকোষে প্রায় ৪৯ হাজার কোটি টাকার সাশ্রয় হয়েছে।