নয়াদিল্লি: মৃত্যু নথিভুক্ত করাতে এবার বাধ্যতামূলক আধার। আগামি ১ অক্টোবর থেকে নয়া নিয়ম চালু। আপাতত জম্মু-কাশ্মীর, অসম, মেঘালয় ছাড়া সব রাজ্যের জন্য প্রযোজ্য। জানানো হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, মৃতের পরিচয় প্রতিষ্ঠিত করতে আধার নম্বর লাগবে। মন্ত্রকের অধীনে থাকা রেজিস্ট্রার জেনারেলের দফতরের দাবি, আধারের ফলে পরিবার-পরিজনেরা মৃতের সঠিক তথ্য দিচ্ছেন কি না, তা নিশ্চিত করা সম্ভব হবে।
দফতরের আরও দাবি, মৃতের পরিচয়ের পাশাপাশি জালিয়াতি রুখতেও এই পদ্ধতি সাহায্য করবে। তাছাড়া, পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে এখন যে বিভিন্ন ধরনের নথির প্রয়োজন হয়, তাও লাগবে না। একটি নথির মাধ্যমেই সব কিছু হয়ে যাবে।
নির্দেশিকা অনুযায়ী, মৃত্যুর শংসাপত্রের আবেদন করার সময়ে মৃতের আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি পেশ করতে হবে। যদি মৃতের এই নথিগুলি না থাকে, তাহলে আবেদনকারীকে তা ঘোষণা করতে হবে।
নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারীকে জানাতে হবে যে, তাঁর জ্ঞানত মৃতের কোনও আধার বা এনরোলমেন্ট আইডি নেই। এক্ষেত্রে আবেদনকারীকেও তাঁর আধার নম্বর দিতে হবে। পরবর্তিকালে, যদি দেখা যায়, ওই দাবি ভুল, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রেজিস্ট্রার জেনারেলের তরফে সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট নথিভুক্তিকরণ সংস্থার থেকে এই মর্মে সম্মতি নিয়ে তা কেন্দ্রকে জানাতে।