নয়াদিল্লি: আধার কার্ড নাগরিক অধিকারের মৃত্যু ঘটাতে পারে। বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আধার সংযোগের সাংবিধানিক বৈধতা নিয়ে শুনানিতে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শ্যাম দিবান। তিনি বলেছেন, ‘জনগণের সংবিধানকে সরকারের সংবিধান হিসেবে বদলে দেওয়ার চেষ্টা চলছে। আধার ভারতের নাগরিকদের অধিকারের মৃত্যু ঘটাতে পারে।’

সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চে আধারের সাংবিধানিক বৈধতা নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি চলছে। এই বেঞ্চে আছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর, বিচারপতি আদর্শ কুমার সিকরি, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অশোক ভূষণ।

আধারের তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে বেশ কিছুদিন ধরেই দেশজুড়ে বিতর্ক চলছে। মোবাইল ফোন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সংযোগের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিষেবায় আধার সংযোগের শেষ দিন বাড়িয়ে করেছে ৩১ মার্চ। আধার তথ্য ফাঁসের অভিযোগও অস্বীকার করেছে কেন্দ্র।

সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) জানিয়েছে, ১ জুলাই থেকে আধার ব্যহারকারীদের মুখের ছবিও মিলিয়ে দেখা হবে। বয়স্কদের আঙুলের ছাপের ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, সেটা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে।