নয়াদিল্লি:  আগামী ১ ডিসেম্বর থেকে আধার কার্ড ব্যবহারকারীরা নিজেদের বাড়িতে বসেই ইউআইডি বা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরের সঙ্গে যোগ করতে পারবেন তাঁদের মোবাইল নম্বর বা সিম। টুইটারে এপ্রসঙ্গে একটি ঘোষণাও করা হয়েছে ইউআইডিএআই-এর তরফেও। কিন্তু কীভাবে বাড়িতে বসে করবেন মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক। প্রত্যেককে এতদিন পর্যন্ত নিজের মোবাইল সংস্থার দোকানে গিয়ে ফিঙ্গার স্ক্যান করাতে হয়েছে, বা আঙুলের ছাপ মেলাতে হচ্ছে। টুইটারে ইউআইডিএআই-এর তরফে দেওয়া এক পোস্ট জানানো হয়েছে আগামী ১ ডিসেম্বর থেকে মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করানোর জন্যে আর আঙুলের ছাপ লাগবে না। লিঙ্ক করানোর জন্যে ব্যবহারকারীর মোবাইলে যে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেটার সাহায্যেই মোবাইর-আধার লিঙ্ক করা যাবে।

 


প্রসঙ্গত, এই ওটিপি হল আসলে একধরনের মোড অফ অথেনটিকেশন যেটা ইউআইডিএআই গ্রাহকদের মোবাইল ফোনে পাঠায়। ওটিপিটি বা ওয়ান টাইম পাসওয়ার্ড কিছুটা সময়ের জন্যে ভ্যালিড থাকে। এবার মোবাইল ব্যবহারকারীকে নিজের আধার নম্বর এবং সেই ওটিপিটা ম্যাচ করাতে হবে। এতদিন পর্যন্ত মোবাইলের দোকানে গিয়ে আঙুলের ছাপও মেলাতে হত মোবাইল ব্যবহারকারীদের। তারপর লিঙ্ক হত মোবাইলের সঙ্গে আধার।

এই পুরো প্রক্রিয়াটি আরও একটু সরলীকরণ করতে সম্প্রতি টেলিকম মন্ত্রক তিনটি পৃথক প্রক্রিয়া চালু করেছে। একটি অ্যাপ-নির্ভর, অপরটি ওটিপি নির্ভর এবং তিন নম্বরটি আইভিআরএস সম্পন্ন। তবে আগামী দিনে ব্যবহারকারীরা আরও বেশ কয়েকটি অপশন পাবেন, নিজের মোবাইল নম্বরের সঙ্গে আধার যোগ করানোর জন্যে। এই নয়া সিস্টেমগুলো চালু হলে, ব্যবহারকারীকে আর নিজের মোবাইল সংস্থার দোকানে যেতে হবে না লিঙ্ক করানোর জন্যে। তাঁরা বাড়িতে বসেই এই লিঙ্কের প্রক্রিয়াটি সম্পন্ন করেত পারবেন। গত ২৫ অক্টোবর টেলিকম মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে একথা  জানানো হয়।