নয়াদিল্লি: বৃহস্পতিবার এক রিপোর্ট প্রকাশ করে উইকিলিকস। সেখানে তারা দাবি করেছে, ভারতের বর্তমান ন্যাশনাল আইডি কার্ড আধারের তথ্যভাণ্ডারে নজরদারি চালাচ্ছে মার্কিন গোয়েন্দাসংস্থা সিআইএ। সূত্রের খবর, তারা ক্রস ম্যাচ টেকনোলজির সাহায্যে ভারতের আধার কার্ডের তথ্যভাণ্ডারে নজর রাখছে।


দ্য ওটিএস অর্থাত্ অফিস অফ টেকনিক্যাল সার্ভিস, সিআইএ-র এই শাখার বায়োমেট্রিক কালেকশন সিস্টেম রয়েছে। উইকিলিকস তাদের ওয়েবসাইটে দাবি করেছে




প্রসঙ্গত, অনলাইনে নজরদারি চালাতে সিআইএ ক্রস ম্যাচ টেকনোলজির এক্সপ্রেস লেন ব্যবহার করছে। আর এই মার্কিন সংস্থাই বায়োমেট্রিক সফটওয়্যার তৈরিতে বিশেষজ্ঞ। এই সংস্থাই ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)কেও বায়োমেট্রিক পরিষেবা দিয়েছে। ইউআইডিএআই-এর তত্ত্বাবধানেই ভারতে আধার কার্ড তৈরি হয়েছে।

এদিকে আধারের নিরাপত্তা সংক্রান্ত দুটি টুইট উইকিলিকসের তরফে করা হলেও, এই খবরের সত্যতা স্বীকার করেনি ভারত।




প্রসঙ্গত, আধারের নিরাপত্তার বিষয়টি নজরে রাখার জন্যে একটি উচ্চপদস্থ কমিটি গঠন করা হয়েছে বলেও সুপ্রিম কোর্টে দাবি করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। মূলত সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা নেওয়ার জন্যে আধার বাধ্যতামূলক করার যে নির্দেশিকা কেন্দ্র জারি করেছে, সেই নিয়ে দেশের শীর্ষ আদালতে একটি মামলা চলছে। পিটিশনে দাবি করা হয়, আধার বাধ্যতামূলক হলে যেকোনও ব্যক্তির গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হবে।

সেই মামলাতেই গত ২৪ অগাস্ট শীর্ষ আদালত রায় দেয় গোপনীয়তার অধিকার মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে এবং সেটা সংবিধান দ্বারা সুরক্ষিত।