নয়াদিল্লি: বারো সংখ্যার অথেন্টিকেশন নম্বরের আধার এখন দেশে কোনও নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। প্রায় সমস্ত পরিষেবার সঙ্গেই আধার নম্বর যোগ বাধ্যতামূলক করতে চলেছে সরকার। এই অবস্থায় আধার তথ্যের গোপনীয়তা কোনওভাবে লঙ্ঘিত না হয় বা অন্য কোনও অসদুদ্দেশ্যে ব্যবহৃত না হয়, তা খুবই গুরুত্বপূর্ণ।
এ ব্যাপারে নাগরিকদের সাহায্য করতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন বিকল্প যোগ করেছে। এর মাধ্যমে যে কেউ তাঁর আধারের ব্যবহার সম্পর্কে তথ্য জানতে পারবেন।
কোথায় এবং কবে এবং কোন উদ্দেশ্যে কারুর বায়োমেট্রিক ডেটার ব্যবহার হয়েছে, তা এর মাধ্যমে জানা যাবে। আধারের অপব্যবহার রুখতে এই বিকল্প নাগরিকদের সাহায্য করবে।
কীভাবে জানা যাবে আধার ব্যবহার সংক্রান্ত তথ্য-
আধার ওয়েবসাইট ইউআইডিএআই.গভ.ইন (uidai.gov.in)-এ যেতে হবে। সেখানে দেখতে পাওয়া যাবে আধার অনলাইন সার্ভিসেস ক্যাটাগরি। ওই ক্যাটাগরির অধীন আধার সার্ভিসেস নামে সাব ক্যাটাগরিতে যেতে হবে।এবং আধার অথেন্টিকেশন হিস্ট্রি (Aadhaar Authentication History) লিঙ্কে ক্লিক করতে হবে।
এরপর একটি পেজ আসবে যাতে গ্রাহকের কাছ থেকে বারো সংখ্যার পরিচয়জ্ঞাপক সংখ্যাটি চাওয়া হবে। সেই সঙ্গে সিকিউওরিটি কোড এন্টার করতে বলা হবে। এই পর্বটি সারলেই একটি পেজ আসবে, যাতে জানতে চাওয়া হবে কোন ধরনের অথেন্টিকেশন চাইছেন-বায়োমেট্রিক, ডেমোগ্রাফিক্স, ওটিপি, ডেমোগ্রাফিক অ্যান্ড বায়োমেট্রিক এবং ওটিপি, ডেমোগ্রাফিক অ্যান্ড ওটিপি বা সবগুলি।।
অল অপশনে ক্লিক করাটাই সহজ হবে।
এর পর গ্রাহক গত সাত মাস পর্যন্ত সময়ে আধারের ব্যবহার সম্পর্কে জানতে পারবেন।
এই সমস্ত অপশনগুলি পূর্ণ করার পর একটি পেজ আসবে যাতে গ্রাহকের পছন্দ করা সময়সীমার মধ্যে তথ্য দেখা যাবে কিন্তু ওই ব্যবহারের অনুরোধ কে করেছিল, তা দেখানো হবে না।
ওই তথ্যে যদি কোনও সন্দেহজনক কিছু থাকে তাহলে বায়োমেট্রিক্স লক করার মতো ব্যবস্থা নিতে পারেন। ১৯৪৭ নম্বরে ইউআইডিএআই-কে ফোন করে অভিযোগ জানাতে পারেন।
আপনার আধার তথ্য কেউ আপনার অগোচরে ব্যবহার করছে? কীভাবে বুঝবেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2017 03:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -