নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির ভরাডুবির পর প্রকাশ্য মঞ্চেই কাঁদতে দেখা গেল দলের বিধায়ক আজম খানকে। রামপুর আসনে জয়ের পর আজম দলীয় কার্যালয়ে সভা করেন। সেই সভাতে তিনি আশঙ্কা প্রকাশ করেন , যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা হয়ত পূরণ করতে পারবেন না। সভাতে আজম বিএসপি নেত্রী মায়াবতীর সুরে সুর মিলিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে কারচুরি অভিযোগে সরব হয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের বেশ কিছু দেশে ইতিমধ্যেই ইভিএম সিস্টেম বাতিল করে ব্যালট পেপারে ফের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজম আরও বলেছেন, মায়াবতী যে আশঙ্কা ব্যক্ত করেছেন তা সত্যও হতে পারে।
আজম অভিযোগ করেছেন, প্রতিটি মেশিনেই ২০ হাজার ভোট আগে থেকেই দেওয়া হয়েছিল। তিনি আরও বলেছেন, এ রকম হলে তো ভোটের প্রথাই তুলে দেওয়া উচিত।