নয়াদিল্লি: কংগ্রেসের সঙ্গে আসন রফার দরজা কার্যত বন্ধ করে দিলেন অরবিন্দ কেজরীবাল। দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রের ৬টিতেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তাঁর দল আমআদমি পার্টি (আপ)। আপ-এর দিল্লি শাখার আহ্বায়ক গোপাল রাই ৬ প্রার্থীর নাম প্রকাশ করেছেন। সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের সঙ্গে তাঁদের আসন বোঝাপড়া হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।



রাই ঘোষণা করেন, আতিশি মারলেনাকে পূর্ব দিল্লি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। গগ্গন সিংহ প্রার্থী হচ্ছেন উত্তর পশ্চিম দিল্লিতে। আপের রাজনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির সদস্য রাঘব চাড্ডা লড়বেন দক্ষিণ দিল্লিতে। পঙ্কজ গুপ্তাকে টিকিট দেওয়া হয়েছে চাদনী চক আসনে। দিলীপ পান্ডে, ব্রিজেশ গোয়েলকে আপ প্রার্থী করেছে যথাক্রমে উত্তরপূর্ব দিল্লি, নয়াদিল্লি কেন্দ্রে। পশ্চিম দিল্লি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা বাকি। ৬ জনকেই আগে ওই কেন্দ্রগুলির ইনচার্জ নিযুক্ত করা হয়েছে।
কংগ্রেসের সঙ্গে আসন রফা না হওয়ার ব্যাপারে গোপাল রাই বলেন, কংগ্রেস থেকে দুটি বার্তা পেয়েছেন তাঁরা। শীলা দীক্ষিতের নেতৃত্বে দিল্লি প্রদেশ কংগ্রেস গতকালই আপের সঙ্গে নির্বাচনী সমঝোতা নাকচ করে দিয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি এনসিপি প্রধান শারদ পওয়ারের বাসভবনে মহাগঠবন্ধন-এর বৈঠকে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী স্বয়ং সব নেতার সামনে আপ আহ্বায়ককে দিল্লি প্রদেশ নেতারা চাইছেন না, তাই তাঁদের সঙ্গে জোট সম্ভব নয় বলে জানিয়ে দেন। সুতরাং আমরা এখন নিজেদের রাস্তায় এগিয়ে চলেছি। আমরা জোট চেয়েছিলাম। কিন্তু যেভাবে শীলা দীক্ষিত জোট প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, তাতে আমাদের মনে হয়েছে, আর অপেক্ষা করার সময় নেই, ভোট সামনেই। তবে আপ এখনও বিশ্বাস করে, শুধু দিল্লিতে নয়, সব রাজ্যেই বিজেপির বিরুদ্ধে বিরোধী শিবিরের একজন প্রার্থীই থাকা উচিত।