নয়াদিল্লি: দুই বোন। একজনের বয়স ৮, একজনের ৩। পুলিশ যখন ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করল, তখন ভাঙা খাটে পাশাপাশি হাত ধরাধরি করে শুয়েছিল তারা। মৃত্যুর প্রতীক্ষায়। এক সপ্তাহ কেটে গেছে, পেটে কিচ্ছু পড়েনি।
দেশের রাজধানী শহরের প্রদীপের তলায় এমনই কত নিশ্ছিদ্র অন্ধকারের খোঁজই পাই না আমরা। উত্তর পশ্চিম দিল্লির সময়পুর বাদলি এলাকায় বাবা, মা, ভাইয়ের সঙ্গে ভাড়া থাকত ৮ বছরের হিমাংশি আর ৩ বছরের দীপালি। বাবা বান্টির কাজ চলে গেছে, বাড়িতে নিত্য অশান্তি। এই অবস্থায় ৫ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে দু’মাস আগে বাড়ি ছেড়ে চলে যায় তাদের মা রজনী। মাতাল স্বামীর ভরসায় দুই ছোট্ট মেয়েকে রেখে। বেকার, মদ্যপ বাবা আর কতদিন বইবে গলগ্রহ দুই মেয়ের ভার? ১৫ অগাস্ট, ৭০ বছরের স্বাধীনতা পূর্তিতে যখন মগ্ন সারা দেশ, তখন এক নোংরা, ঘিঞ্জি গলির ততদিক পূতিগন্ধময়, ছোট্ট একটা ঘরে দুই একরত্তি মেয়েকে রেখে দরজা বন্ধ করে চম্পট দেয় সে। তারপর থেকে পরস্পরকে আঁকড়ে ধরে মৃত্যুর দিন গুণছিল দুই ক্ষুধার্ত শিশু। আর যাই হোক, সে তো আর তাদের ভুলে যাবে না, তাদের মায়ের মত।
বড় মেয়ে হিমাংশির মাথায় গভীর ক্ষত। তাতে বাসা বেঁধেছে পোকা, দুর্গন্ধে টেকা যাচ্ছে না। সেই দুর্গন্ধের চোটেই প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। ১৯ তারিখ পুলিশ এসে দরজা ভেঙে ঢুকে দেখে, ঘরে মাছি, মশা, পোকামাকড় ভর্তি, খাট থেকে পোকা উঠে বাসা করেছে হিমাংশির মাথার ঘায়ে, একচিলতে আলো বাতাস ঢোকার ব্যবস্থা নেই। মৃতপ্রায় মেয়েদুটিকে পুলিশ নিয়ে যায় রোহিণীর ভীমরাও আম্বেডকর হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাদের।
সময়পুর বাদলি পুলিশ স্টেশনে হিমাংশি ও দীপালির জন্য সাহায্য চেয়ে ক্যাম্পেন শুরু করেছে পুলিশ। নিজেদের টাকায় মেয়েদুটির জন্য খাবার, জামাকাপড়, খেলনা কিনে এনেছে তারা। খবর নিয়ে দেখা গেছে, মেয়েদুটির ঠাকুমা অর্থাৎ নিজের মাকে বান্টি বাড়ি থেকে বার করে দেয়। কিছুদিন রাস্তায় কাটানোর পর এখন ৮০ বছরের বুড়ির ঠাঁই হয়েছে এক বৃদ্ধাশ্রমে। তবে দুই নাতনির দায়িত্ব নিতে সে অপারগ। দিল্লি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে পুলিশকর্মীরা যোগাযোগ করেছেন। ঠিক হয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পেলে বাচ্চাদুটিকে পাঠানো হবে কোনও পুনর্বাসন কেন্দ্রে। অন্তত কিছুদিন মাথার ওপর একটা ছাদ পাবে তারা। কিন্তু তারপর? এই দুই শিশুমুখও কি মিশে যাবে দেশের অসংখ্য পিতৃমাতৃহীন পথশিশুর ভিড়ে?
মেয়ে হয়ে জন্মানোর খেসারত, উত্তর পশ্চিম দিল্লির বন্ধ ঘর থেকে উদ্ধার দুই ক্ষুধার্ত শিশু
ABP Ananda, web desk
Updated at:
26 Aug 2016 10:02 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -