নয়াদিল্লি: সৌদি আরবে আটকে পড়া প্রায় ১০ হাজার ভারতীয়কে দেশে ফেরানো হবে বলে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
এদিন সংসদের উভয় কক্ষেই লিখিত বিবৃতি পাঠ করে সুষমা বলেন, ইতিমধ্যেই সেখানে অনাহারে থাকা ভারতীয়দের জন্য খাবার পৌঁছে গিয়েছে। তাঁর দাবি, আটকে পড়া ব্যক্তিদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে শীঘ্রই সৌদির উদ্দেশে রওনা দেবেন বিদেশ প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে সিংহ।
সৌদিতে বসবাসকারী ভারতীয়দের দুরবস্থা প্রসঙ্গে এদিন সংসদে উদ্বেগ প্রকাশ করা হয়। সেই প্রেক্ষিতেই এদিন সুষমা বলেন, ভারতীয় দূতাবাসের মাধ্যমে সেখানে অভূক্তদের খাবার জোগান দেওয়া হচ্ছে। এর জন্য পাঁচটি শিবিরও খোলা হয়েছে। বিদেশমন্ত্রীর দাবি, একজন ভারতীয়ও অনাহারে থাকবেন না। আমরা সকলকে দেশে ফিরিয়ে আনব।
আটকে পড়া ভারতীয়দের চটজলদি ভিসা তৈরি করাটা সমস্যার বিষয়। কারণ, সৌদি নিয়মানুসারে, কর্মচারীদের ভিসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন। অর্থাৎ, কোনও কর্মচারী যে সংস্থার অধীনে কাজ করেন, সেই সংস্থার অনুমতি ছাড়া সৌদি ছাড়তে পারবেন না ওই কর্মী।
কিন্তু, এখানে পরিস্থিতি অন্যরকম। এই ভারতীয়রা যে সব সংস্থায় কাজ করতেন, সেই সংস্থার দফতর বন্ধ করে পাততাড়ি গুটিয়ে সৌদি ছেড়ে চলে গিয়েছে মালিক-পক্ষ। ফলে, এখন কর্মহীন হয়ে অনাহারে দিন কাটাচ্ছেন ওই ভারতীয়রা।
এই পরিস্থিতিতে সৌদি প্রশাসনের সঙ্গে কূটনৈতিক স্তরের মাধ্যমে আটকে পড়া ভারতীয়দের ভিসা তৈরি করাতে তৎপর হয়েছে ভারত। পাশাপাশি, ওই কর্মীরা যাতে তাদের বকেয়া বেতনও পান, তারজন্যও সৌদি প্রশাসনের দ্বারস্থ হয়েছে ভারত।
সৌদিতে আটক প্রায় ১০ হাজার ভারতীয়কে দেশে ফেরানো হবে: সুষমা
Web Desk, ABP Ananda
Updated at:
01 Aug 2016 11:13 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -